তুমি আমার তাসনিয়া ইসলাম

তুমি আমার
তাসনিয়া ইসলাম

তুমি আমার Auditing এর সব আপত্তির নিষ্পত্তি,
তুমি আমার Finance এর বিনিয়োগকৃত সম্পত্তি।

তুমি আমার Accounting এর অমিল থাকা রেওয়ামিল,
তুমি আমার HRM এর মাসিক বকেয়া বেতন বিল।

তুমি আমার Management এর সাড়ে চৌদ্দটি ধাপ,
তুমি আমার B. Math এর ম্যাট্রিক্স অংকের Half।

তুমি আমার Statistics এর সহজ গানিতিক গড়,
তুমি আমার Taxation এর মূল্য সংযোজন কর।

তুমি আমার Cost Accounting এ বিক্রয়ের উপর ক্ষতি,
তুমি আমার ব্যবসায় ও বাণিজ্যিক আইনের হাজারো ধারা।

তুমি আমার চতুর্থ বর্ষে CGP এর অবচয় অবনতি।
তুমি আমার ফাইনাল রেজাল্টের CGPA…..!!

আরো পড়ুনঃ  হঠাৎ লেখা কলমে কলমে মমতা আক্তার মম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *