তুলনাহীন কলমে রেজওয়ানা ইসলাম রিমি

তুলনাহীন
রেজওয়ানা ইসলাম রিমি

কার সাথে কার তুলনা করছো বলোতো?
তোমার সাত জন্মের কপাল ওরকম একজন মা পেয়েছিলে।
তোমরা ছয় ভাইবোন ছোট থাকাতেই তোমাদের বাবা গত হয়।
সেই থেকে সেলাই করে,অন‍্যের বাসায় কাজ করে, হাজার কথা শুনে তোমাদের বড় করেছে!
এইতো সেবার,কিহ ভীষণ জ্বর তোমার মায়ের,বারান্দায় পিছলে পড়ে কোমরেও ব‍্যথা পেয়েছে,হাঁটতে পারেনা ঠিকমত তেমন সময় তুমিও হলে অসুস্থ!
টাইফয়েড হলো।
আর তোমার মায়ের কি কান্না নামাজে বসে বসে!
কার কাছে যায় আর কার কাছে না যায়,টাকা পয়সা জোগাড় করে এনে তোমার চিকিৎসা করিয়ে তোমায় সুস্থ করালো।
আর তাকে গালি দিচ্ছো?
তার উপর এত রাগ তোমার?
“মায়ের মতো ধন,
ঠাহর করতে পারবা না ততক্ষণ
হারাচ্ছো না যতক্ষণ”

আরো পড়ুনঃ রসুনের উপকারিতা, অজানা ১০ টি উপকারিতা সম্পর্কে জানুন 

তুলনাহীন কলমে রেজওয়ানা ইসলাম রিমি

কবি পরিচিতিঃ রেজওয়ানা ইসলাম রিমি। ২০০৬ সালে ১৫ ই নভেম্বর রংপুর শহরের পূর্ব শালবন এ জন্ম। তাঁর পিতাঃ রেজাউল ইসলাম রাজু এবং মাতাঃ সালমা বেগম। তিনি প্রতিভা কিন্টার গার্ডেন স্কুল, রংপুর থেকে প্রাথমিক শিক্ষা ও আর.সি.সি.আই পাবলিক স্কুল এ‍্যান্ড কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা এবং বর্তমানে একাদশ শ্রেণিতে একই প্রতিষ্ঠানে অধ‍্যয়নরত। লেখালেখির হাতেখড়ি মাধ্যমিক জীবন থেকেই, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবাদে তবে প্রকাশের উদ্দেশ্যে কিংবা নিয়মিত হতে আগ্রহী দশম শ্রেণি হতে। ইতোমধ‍্যে ইসডোর বুলেটিন,পাতা প্রকাশ এবং মাসিক কুড়ি সাহিত্য পত্রিকা সহ কয়েকটি ম‍্যাগাজিন এবং ই-বুক প্লাটফর্ম বইটই অ‍্যাপ এ বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে। লেখালেখির পাশাপাপাশি উপস্থাপনা, বিতর্ক, আবৃত্তি ও ছবি আঁকতে ভালোবাসেন। নিজের চিন্তা ধারা এবং বাস্তবতার সমন্বয়ে নিজেকে অনেকদূর এগিয়ে নিতে আশাবাদী।

আরো পড়ুনঃ  ভালোবাসা হয় ভালোবাসায়

1 thought on “তুলনাহীন কলমে রেজওয়ানা ইসলাম রিমি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *