তেইক্কা চোরা খাল কলমে মুহাম্মদ জয়নুল আবেদীন

খালের কিনারে ক্ষুদ্র কুটিরে কবির জন্ম।প্রায় বিলুপ্ত সেই মরা খালকে জীবন্ত করতে নাকি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি চেয়ারম্যানসহ পরিদর্শনে গেছেন।
আজকের ছড়াটি খালটির স্মৃতি রোমন্থন করেছেন কবি…….।

তেইক্কা চোরা খাল
মুহাম্মদ জয়নুল আবেদীন

টুপিপরা নৌকার মাঝি
পেছন ফিরে দেখে,
খালকিনারের চাটি-পাতায়
টুপি গেছে আটকে।
আটকাপড়া মাঝির টুপি
উদ্ধার করলো জাল,
তখন থেকে নাম ছড়াল
‘তেইক্কা চোরা’ খাল।

খালকিনারে মাটির ঘরে
ফন্দি আঁটতাম রোজ,
কোন কৌশলে আটকানো যায়
সাধের কোরাল মাছ।
ভুষির সাথে আটা মেখে
দলা পাকাই গোল,
ফেলতাম খালে,আসত খেতে
বোকা মাছের দল।
মাছ বরাবর জালটা মেরে
খানিক থাকতাম চুপ,
মাছগুলো কী বুঝত আমার
চিকনবুদ্ধির টোপ?

তেইক্কা চোরা খাল কী আছে?
আছে কী তার আকার?
বসত ভিটার নেশায় পড়ে
খাল হলো যে ছারখার।
কেউ করেছে সাধের বাড়ি
কেউ করেছে বাগান,
ভরাট করা খালের উপর
কেউ করেছে দালান।

মেরে ফেলছি প্রিয় খাল
চিহ্নও নাই তার,
তাই তো আমরা ডুবে মরছি
বন্যায় বারংবার।

আরো পড়ুনঃ  ৬৯ টি গরম নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা ২০২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *