তোমাকে চাই
বাবুই
দু’দিন পর পর ঝগড়া করি
আবার মিলে যাই,
বিশ্বাস করো ভালোবাসা
একটু ও কমে নাই।
রাগ করলে কষ্ট দেই
নিজেও কষ্ট পাই,
যত যা ই হোক না কেনো
আমি তোমাকেই চাই।
সবার জন্য চোখে তো আর
পানি আসে না,
যার জন্য আসে পানি
সে তো বোঝে না।
কান্না আসে কারণ তোমায়
অনেক ভালোবাসি,
তাই একটু তে ই কান্না করি
আর একটুতেই হাসি।
বুঝবা না গো আমার দুঃখ
কি করে যে বুঝাই,
জানি না কেনো কষ্ট দি
না চাইতেই কাঁদাই।
সত্যি বলছি তোমায় ছাড়া
বাসি না কেউকে ভালো,
তুমি কেনো বুঝতে চাও না
মনটা করো কালো।
তুমি কালো কিংবা সাদা
তোমায় ই ভালোবাসি,
মন ভালো হয় দেখলে তোমার
ওই মায়াবী হাসি।
জানি তুমি ছন্দ পড়ে
মুচকি হাসি দিছো,
আশা করি ক্ষমা করে
আপন করে নিছো।
উৎসর্গঃ ~চারুপাখি~