তোমার আমার পৃথিবী কলমে রণিত অধিকারী

তোমার আমার পৃথিবী
রণিত অধিকারী

আমি এখন অনেক ছোট
কত্ত ছবি আঁকি
মায়ের আদেশ বাবার আদেশ
সময় নেই আর বাকি ।
পড়ার সময় পড়তে বসি
স্বপ্ন আমার শিল্পমনা
গীটারে গান তুলি
বাজাই তবলার বুলি ।
মানুষ হয়ে মানুষ রবো
গানকে ভালোবেসে
পরকে আমি করবো আপন
দেশকে ভালোবেসে ।
সবার মাঝে ছড়িয়ে দেব
নাচবো মনের মতো
এই পৃথিবী তোমার আমার
গড়ব আমার মতো ।

 

 

সংক্ষিপ্ত পরিচিতিঃ

নাম: রণিত অধিকারী
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ‍্যালয়
শ্রেণি : ৮ম
জন্ম তারিখ : ২৮/০১/২০০৯
পিতা : মনোজ কুমার অধিকারী
মাতা : মন মোহিনী অধিকারী
উপজেলা : ঝালকাঠি
জেলা : ঝালকাঠি

আরো পড়ুনঃ  কবি মোঃ এমদাদুল হক ইয়াছিন -এর সেরা ২টি কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *