তোমার হাসি কলমে তাসনিয়া

  • তোমার হাসি
    তাসনিয়া

তোমার হাসিতে ধরিত্রী থমকে যায়,
তোমার হাসিতে পথভোলা পথিক-পথ খুঁজে পায়!
তোমার হাসিতে বাগানে ফুল ফুটে;
তোমার হাসিতে দিগন্তের শেষ্প্রান্তে-লাল সূর্য উঠে।
তুমি যেন এক অভিমানী মেয়ে,
কিছু হাসিতে তোমার জল নেমে আসে!
হাসতে হাসতে তুমি ভাঙাও মোর মান;
তোমার ঐ হাসি দেখে জুড়ে যায় প্রাণ।
তোমার হাসিতে কামনার ছায়া,
যে দেখে সে করবে মায়া!
পারি না নিজেকে রাখতে বাধা;
তোমার হাসিতে যেন আগুন লাগা।

আরো পড়ুনঃ  বাছাই করা ১০১টি অবহেলা নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন ও কিছু কথা ২০২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *