দগ্ধ দেহ কলমে রকি পাঠান

দগ্ধ দেহ
রকি পাঠান

আমার কুয়াশার মতোন দুঃখগুলো
রোদের মতো করে কেউ ছুঁয়ে দিতে পারে না
দুঃখগুলো এ-শহর ছেড়ে ও-শহর ভেসে বেড়ায়
রাতের নির্জনতা আর অন্ধকারের স্তব্ধতা গিলে খায় আমার গা!

ভেবেছিলাম এ-শহর ছেড়ে চলে যাব না কোথাও
আশাটুকুও বিফলে গেল কার্তিকের কম্বল মুড়িয়ে দিয়ে
তোমাদের দেয়ালে সকালের শিশির বিন্দু শুঁকনো ইটপাটকেল হয়ে যায় সূর্যের আঁচে।

আমি কেবল ভাবি দুঃখগুলো কেউ-ই পারে না ছুঁতে?
আমিও পারি না ছুঁড়তে! কেউ জানে না দুঃখগুলো কেমন বুলেট, রুক্ষ দেহেও কেম্নে যায় ঢুকে?

কবি পরিচিতি- দুই’ই মার্চ দুই হাজার তিন সালে জন্মগ্রহণ করি জন্মস্থান নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় সেখানেই আমার বেড়ে ওঠা, সেখানকার একটি স্কুলেই মাধ্যমিক পাশ করে, উচ্চ মাধ্যমিকে নেত্রকোনায় ভর্তি হই, বর্তমানে ময়মনসিংহের একটি প্রাইভেট কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স অধ্যায়নরত। বাংলা সাহিত্যের অবাদ বিচরণ করে চলেছে মস্তিষ্কে, আমার শিরা উপশিরায় রক্তের সাথে চলে শব্দের খুঁজ চলাচল। সাহিত্যের বিকাশ গঠুক। আমার বরাবরই সাধারণ মানুষ হিসেবে পরিচিতি হোক

আরো পড়ুনঃ  আন্দোলনের আড়ালে কলমে মালুফা ইসলাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *