দু- বছর পেরিয়ে
সোহায়েব আল রাফি
কখনও কি দেখেছো ভেজা চোখ
আকাশে তাকিয়ে আছে!
ধূসর মেঘগুলো ছুটে যায় আসীমে–
যেন মন মরেও বেঁচে আছে।
ভেজা চোখের এক ফোঁটা জলে পরিণত হয় যে এক বিষাদের সায়রে।
পাহাড় বেয়ে গড়িয়ে পড়া সেই এক ফোঁটা জলকে শুকিয়ে যেতে দিও না।
ভেজা চোখ যদি শুকিয়ে যায় বাতাসে জানালায়,
মরে যেতে দিও না এ মন হতাশায়,
নিরবে নিরবে আর কত কাল?
গড়িয়ে যাক সে অশ্রু উত্তাল সায়রে,
অথবা শুকিয়ে যাক সে উত্তাল হাওয়ায়।
যেতে দাও তাকে ভেসে-
অসীমে মিলে যাক সে হেসে;
চিৎকার করে তবুও কেঁদো না!
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য