দৃশ্যমান স্রষ্টা আমার

দৃশ্যমান স্রষ্টা আমার
  ছায়া পথিক (ছদ্মনাম)
যেই স্রষ্টার সান্নিধ্য পেতে
এই যে তোমার
এত শত উকিল, মুন্সী, চৌকিদার!
জানতে যদি- সেই স্রষ্টা তোমার
আপন ইচ্ছের হাতিয়ার।
কোন সুবাধে কিসের এত-
আয়োজনে যত ব্যস্ততা তোমার?
আমি তো দেখি দু’চোখ জুড়ে-
দৃশ্যমান স্রষ্টা আমার ।
তুমি বাতাস দেখে ভয়ে কাঁপো-
দেখার সাধ্য কবে- কার?
দু’চোখ বুজে দেখতে যদি ,
তুমি দেখতে তবেই অন্ধকার।
আচ্ছ কেউ কি বলতে পারো?
তুমি কোন খুঁটিতে ঘর বেঁধেছো?
কোন বা রঙের ছাউনী তোমার!!
কে বেঁধেছে সুন্দর এ ঘর?
তুমি বা কোন কারিগর?
কোন বা সুখে ঘুমাও তুমি?
চোখ বুজে সব করে পর।
কে বা তোমার ঘুম ভাঙালো?
কোন দরজায় ডুকলো চোর?
কোন সে হাকিক জামিন দিলো?
কে বা তোমার হলো মুক্তার?
তুমি আলোর মাঝে দেখে আঁধার-
হেসে বললে, এ তো দেখছি ছায়া আমার!!
আমি বলি:-
বৃথা তোমার এই আমার আমার।
তোমার আপন যত- সব স্বার্থপর।
অন্ধকারে সবাই একা, সবাই সবার- সব‌ই পর।
ভাবলে যারে আপন তোমার
সেই তে তোমার পরের দোশর।
জীবন আলোয় কবু তুমি- রূপ দেখনি দেখনি যার
তুমিই সেদিন সাক্ষ্য দিবে,
তোমার চোখেই দৃষ্টি তার।
সেদিন আপন আয়নায় দেখবে পর
হবে পরের তরে ছিল যত-
সব‌ই তোমার, অবিনস্বর।
বন্ধু,,,,
ত্যাগেই যত প্রাপ্তি তোমার-
ইচ্ছে তোমার মূল হাতিয়ার।
আরো পড়ুনঃ  আমার মা | কবি উম্মি হুরায়েরা বিলু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *