দেখা হবে যেদিন আবার
কলমে আসমা উল হুসনা তিথী
দেখা হবে যেদিন আবার
গোলাপ নিয়ে এসো,
ঘন্টা খানেক সময় নিয়ে
আমার পাশে বসো ।
তোমার মনের লুকিয়ে রাখা
কষ্ট গুলো ভুলে,
গোলাপ গুলো আলতো করে
খোপায় দিও গুজে ।
হাতের মাঝে হাত রেখে
একটু ভরসা দিও,
চোখের ভাঁজে মনের মাঝে
ভালোবাসা দিয়ে যেও ।
কবি পরিচিতঃ আসমা উল হুসনা তিথী। ২০০৩ সালের পহেলা জানুয়ারি রংপুর জেলা, পীরগাছা উপজেলার চৌধুরানী (সুবিদ) গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা: মৃত আবুল কালাম আজাদ ও মাতা: আমেনা বানু। ২০১৯ সালে চৌধুরানী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। এবং ২০২১ সালে ডা. এম. আই. পাটোয়ারী টেকনিক্যাল এন্ড ভকেশনাল ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় ৷ তিনি বর্তমানে গাইবান্ধা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষের অধ্যায়নরত শিক্ষার্থী । হাই স্কুল জীবন থেকেই লেখা লেখি শুরু । তিনি একজন সাহিত্য প্রেমী মানুষ।