দেশের জন্য লড়ো
উম্মি হুরায়েরা বিলু
ওরে বাঙালি আর ঘুমিও না
জাগতে এবার হবে,
শোষকের ভয়ে আর কত কাল
চুপটি করে রবে।
যার যা আছে তা নিয়ে আজ
গড়ে তোলো প্রতিবাদ,
তোমার আমার হাতে ধরেই
আসবে নব প্রভাত।
জীবনের মায়া ত্যাগ করে
দেশের জন্য লড়ো,
জীবন দিয়ে স্বাধীনতা
এবার রক্ষা করো।
জয়টা যে খুব সহজ বিষয়
এমন কিন্তু নয়,
জয়ের জন্য করতে হয়
বহু জীবন ক্ষয়।
আসো সবাই এক সাথে
করি আন্দোলন,
স্বৈরাচারের ঠাই হবে না
করতে হবে দমন।