জীবনের শেষ প্রহর (১ম পর্ব)
জীবনের শেষ প্রহর (১ম পর্ব) আহমাদুল্লাহ আশরাফ বারান্দায় বিষন্ন মনে বসে আছে রাহাত। সূর্য প্রায় অস্তমিত।ঝিরিঝিরি বাতাস বইছে। মন ছুয়ে যাওয়ার মতোন। কিন্তু; রাহাতের কাছে এসবের সবই যেন নিছক কিছু। কোন প্রতিক্রিয়াই ফুটে ওঠেনি তার চেহারায়। মুখ বন্ধ করে সে-ই কখন থেকে বসে কী যেন ভাবছে শুধু। রোজ মায়ের কাছ থেকে টাকা উসুল করতে গিয়ে […]