নতুন বছরের সেরা ৩ টি কবিতা

নতুন বছর
উম্মি হুরায়েরা বিলু

বাংলা বছর শুরু হয়
বৈশাখ মাস দিয়ে,
বৈশাখ আসে ঝড় বৃষ্টি
আর ঘূর্ণিঝড় নিয়ে।

প্রথম দিনে পান্তা ইলিশ
দিয়ে বছর বরণ,
এমন রীতে ইসলামেতে
আছে যে ভাই বারণ।

নতুন বছর শুরু করি
নামজ দিয়ে ভাই,
খোদার কাছে নতুন বছর
সুখ শান্তি চাই।

বাংলা বর্ষ বাঙালিদের
ঐতিহ্যবাহি দিন,
নতুন বছরের গরিব দুখীর
কষ্ট গুলো ভাগ করে নিন।

নতুন বছর কাটুক মোদের
রহমতের সাথে,
ইবাদত করবো সবাই
বছর বিদায়ের রাতে।

 

 

নতুন বছর
সিরাজুল ইসলাম মোল্লা

এলো নতুন বছর নতুন করে লাগলো প্রাণে দোলা,
নতুন বছর বরনে প্রকৃতি রাখে সকল দ্বার খোলা।
থরে থরে বাঁধানো আগামীর স্বপ্ন পরিকল্পনা মতে,
দীক্ষা নিয়ে সাজাও গো আপনারে গতশিক্ষা হতে।
শত ভুলত্রুটি ক্ষমা করে সাধনে বন্ধুর হাত বাড়িয়ে,
যাও জীবন প্রকৃতির সাথে সমান্তরাল পাল্লা দিয়ে।
মম ছোট্ট এজীবন দেখেছে কত জীবন গেছে ঝরে,
একটু সহিষ্ণু সমঝোতা ভালোবাসার অভাব ঘিরে।

ঝরা যাক ঝরে, নবপল্লবে শোভিত হোক তব ধরা,
মুছে যাক বেদনা ঘুচে যাক ভাবনা, হোক শ্রী ত্বরা।
স্মৃতি হোক শক্তি,মত হোক পথ চলন্ত পথে সদয়ে,
হোক শান্তিময় কল্যাণকর সব সত্য সুন্দর হৃদয়ে।
নতুন স্বপ্ন নতুন প্রেম নতুন আশা নতুন বছর ঘিরে,
মনে মননে জাগরণে নতুন সংস্করণে এলো ফিরে।
নতুন বছর আসবে নতুন অতিথি সৌভাগ্য ছড়িয়ে,
আনন্দ ধরে নাকো নীড়,খুশিতে মিষ্টি যায় বিলিয়ে।

সবাই মন মত দোকানপাট ঘরবাড়ি পরিষ্কার করে,
ভুলে যায় যে কলব পরিষ্কার করতে ধরণীর পরে।
ভাবে মন বছরের প্রথম দিন যেন ভালভাবে কাটে,
ভুলে যায় বছরের প্রতিক্ষণই জীবনের সাথ হাঁটে।
নতুন বছরের হালাখাতার আনন্দ উৎসব যুগান্তর,
চেতনা হয়ে ফি আসুক সবার জীবনে সারা বছর।
ফিরে এলো ফিরে আসবে নতুন বছর এমনি বয়ে,
মতবাদ থাকুক, আসুক মানবতাবাদ সত্যবাদ হয়ে।

আরো পড়ুনঃ  অবাক দিন কলমে সেলিম তালুকদার আকাশ

 

 

বেলা অবেলায়
সাজেদা সুলতানা কলি

তপ্তদাহে শরীর পোড়ে
বৈশাখী মেঘের কৃপণতায়
লু হাওয়ার দাপুটে রাজত্ব
অকস্মাৎ স্তিমিত হয়ে বইছে সুবাতাস !
জলের নূপুর পায়ে
ঝুম ঝুম বৃষ্টি নামে
ভেজা মাটির সোঁদা গন্ধ টেনে নেয় দুরন্ত মেয়েবেলায়
মেঘেদের জমাটবাঁধা শীতল শুভ্র নুড়ি মুখে পুরে
আহ্ কি মধুর স্মৃতি !
কাঁচা পাকা আম ঝরানো
কাল বোশেখীর ঝড় ঝঞ্ঝা তুড়িতে উড়িয়ে আম কুড়ানোর ধুম !
থমথমে আকাশের হুঁশিয়ারী পাশ কেটে তরতরিয়ে মগডালে চড়ে
ঝপাং ঝপাং কাক চক্ষু জলে সন্তরণ !
প্রতীক্ষিত শ্রান্ত চাতক হৃষ্ট চিত্তে নীড়ে ফেরে
আসে না ফিরে মেয়েবেলার মেঘলা আকাশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *