তরুণ কবি, লেখক ও সম্পাদক নাঈম ইসলাম বাঙালি। কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় জন্মগ্রহণ করেন। নাঈম ইসলাম বাঙালি সম্পর্কিত জানতে আমাদের ব্লগটি সম্পূর্ণটি পড়ুন
সংক্ষিপ্ত পরিচিত
নাঈম ইসলাম বাঙালি বাংলা সাহিত্যের পাঠকপ্রিয় এক পরিচিত মুখ। একাধারে তরুণ কবি, লেখক, মুক্ত চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি এক নামে ‘বাঙালি’ হিসেবে পরিচিত। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সিংধা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২৫শে ফেব্রুয়ারী, ২০০২ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো: বকুল মিয়া এবং মাতার নাম মোছা: পারভীনা খাতুন।
লেখকের ছবি
সাহিত্য জগতে প্রবেশ
অনলাইন সহ পত্র পত্রিকা ও বিভিন্ন মিডিয়ায় তার লেখালেখির ছড়াছড়ি। তার সাহিত্য রচনা ব্যতিক্রমধর্মী তাই অন্য লেখকদের চেয়ে আলাদা এক স্থান দখল করে আছেন। পড়ালেখার পাশাপাশি সৎ সাহসীকতার সঙ্গে সাংবাদিকতার পেশায় নিয়োজিত। তার লেখায় ফুটে ওঠে সমাজের বাস্তব চিত্র ও কুসংস্কারতা। তিনি অসাম্প্রদায়িক ও প্রতিবাদী লেখক হিসেবেও পরিচিত।
আরো পড়ুনঃ জনপ্রিয় লেখক আরিফ আজাদের পরিচিতি ও জীবনী |
শিক্ষা জীবন
তার শিক্ষা জীবন বিএ স্নাতক অধ্যয়নরত (গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ)। তিনি ইন্টারমিডিয়েট (করিমগঞ্জ সরকারি কলেজ) পাড়াকালেই সাহিত্যের প্রতি বেশ মনযোগী হন। ছোট সময় থেকেই তিনি সাহিত্য ও সংস্কৃত প্রেমি তাই নিজ গ্রামে গড়ে তুলেন জ্ঞানসিঁড়ি পাঠাগার নামে একটি মুক্ত লাইব্রেরি।
আরো পড়ুনঃ লেখক বখতিয়ার উদ্দিন সংক্ষিপ্ত পরিচিত ও জীবনী |
প্রকাশিত বই
তাঁর সম্পাদনায় উল্লেখযোগ্য কিছু বই:- বিদ্রোহী হুংকার, অসহায় মানবতা, মা আমি যুদ্ধে যাবো ও বেদনার প্রহর প্রভৃতি। তিনি লেখালেখি করে বেশ কিছু সম্মাননা সহ খ্যাতি অর্জন করেছেন। তার প্রবল আগ্রহ ও ইচ্ছা বাকী জীবন সাহিত্য সাধনার সাথেই সম্পৃক্ত থাকতে চান।
Pingback: বাবু-সাব কলমে নাঈম ইসলাম বাঙালি » Chirkute Sahitto