নাস্তিকের রাজ
উম্মি হুরায়েরা বিলু
নাস্তিক হয়ে নিচ্ছে ওরা
মুসলমানের সাজ,
মুসলিম হয়ে দেখছি চেয়ে
নাস্তিকেরই রাজ।
বললে কথা বলছে ওরা
দালাল আমায় আজ,
মুসলিম বলে লাগছে আমার
আজকে ভিষণ লাজ।
স্বাধীন দেশে কলম ধরলে
দালাল বলবে কেন?
মনে হচ্ছে স্বাধীন হয়েও
পরাধীন আমি যেন।
স্বাধীন হয়েও বাজছে আবার
পরাধীনতার সুর,
স্বাধীনতা তবে কি এখনো
দূর থেকে বহুদূর?