
নিজেকেই ভালোবাসি আজ
মিফরাত ফাবিহা
নিজেকেই ভালোবাসি আজ,
তাই তো নেই কোনো খোঁজার সাজ।
নেই কারো মান-অভিমান,
নেই মনের কষ্টের নির্ভর প্রাণ।
নিজেকে রাখি আগে স্থান,
নিজেই হাসি, করি সম্মান।
দুঃখে নিজেই বুকে রাখি,
নিজের ব্যথা নিজেই চাকি।
রাতের নিঝুম নীল আকাশে,
তারা গুনি চুপচাপ ভাসে।
নিজের সাথে কথা কই,
একা থেকেও কেমন সুখ পাই!
কেউ না এলেও ক্ষোভ নেই আর,
হৃদয় ভরে আপন আদর।
নিজের প্রেমে নিজেই পাগল,
এই ভালোবাসা সত্যি নিখাদ।
নয় যে এতে অহঙ্কার,
বরং এতে আছে প্রকার,
যে ভালোবাসে নিজেকে যত,
সে পায় শান্তি, পায় আপনরত।
তাই আজ এই হৃদয়ের গাঁথা,
নিজের প্রতি ভালোবাসা পাথা।
পৃথিবীর যত হাহাকার,
সব নিজেতে পায় উপশম সাঁঝে পার।