মাইলস্টোন নিয়ে কবিতা | নিভে যাওয়া প্রদীপ কলমে মুমতাহিনা

নিভে যাওয়া প্রদীপ কলমে মুমতাহিনা

নিভে যাওয়া প্রদীপ
~ মুমতাহিনা

আকাশ ছুঁতে পাখি উড়ে,
হঠাৎই যেন আগুন ঝরে!
স্কুলের গায়ে ছায়া নামে,
স্বপ্নগুলো ছিটকে থামে।

হাসির কোলাহল যায় থেমে,
দেয়াল জুড়ে শোকের ছায়া নামে।
খাতা-কলম ছড়িয়ে পড়ে,
নিষ্পাপ মুখ নিথরভাবে পড়ে।

“ইয়া আল্লাহ!”—ধ্বনি ওঠে,
দুঃখ ভাসে বাতাসে রটে।
মায়ের কোলে ফেরা হয় না,
ভাই-বোনেরা ডাকে সোনা।

তাদের তুমি বুকে রাখো,
শহীদ করে কাছে ডাকো।
রহম করো হে পরওয়ারদিগার!
শিশুর কান্নায় থামুক কষ্টের ভার।

আরো পড়ুনঃ  বৈশাখের রঙ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *