নীলিমা কলমে মো: ফাহিম উদ্দিন (আরজু)

নীলিমা
মো: ফাহিম উদ্দিন (আরজু)

নীলিমা তুমি আগন্তুক
তুমি এক চাঁদের রূপ
তুমি আমার অগ্নিশিখায়
কুয়াশার সেই সকালের সুখ

তুমি রাতের আকাশে চাঁদ
তুমি আমার অসুখের ফাঁদ
তুমি আমার মন খারাপের রাত
তুমি সারারাতের কষ্টের বিস্বাদ

তুমি বিকেল বেলার ঘুড়ি
তোমার হাতে নেশায় মাখা চুড়ি
শিমুল ফুলে ভরে শুধু ঝুড়ি
তোমার সুগন্ধে মাতোয়ারা আমি ভারি

গন্ধহীন শিমুল তোমার মাঝেই পরিপূর্ণ
আমি তোমায় খুঁজে হয় বিচূর্ণ
সবই ঠিক মন শুধু ক্ষুণ্ণ
আমি তোমায় চেয়েও হলাম শূন্য
তুমি নির্ঘুম রাত্রি আমার জন্য
আমি তোমাতে দেখেছি অরণ্য

নীলিমা তুমি প্রজাপতির ডানায় মাখা রং
তোমায় ভেবেই আমি সাজি সং
মনের প্রত্যেকটা ভাবনায় লাগছে ঝং
তুমি আমার না হয়েও আমার প্রিয়জন

না জানি কি আর হবে
না জানি কে থাকবে কে রবে
এখানে আকাশ আগেরকার দূরে
চাঁদ ও নিয়মিত আমার সাথে নড়ে
ঘুম আছে ঘুমের গভীর ঘোরে
পাখিরাও ডানা মেলে ঐ আকাশেই উড়ে
পাগল গুলোও রয়েছে চুপিসারে
তাঁরাও নিয়মিত অতীত ভেবে ঘুরে
প্রিয় গান গুলোও পুরোনো সুরে
আমিও আমার থেকে ছুটছি দূরে
প্রিয় সব কবিতা নিজেকেই জুড়ে
কেউ হয়তো বলে সবই ত্যাগ অন্যের তরে
আমি ভাবি আমি আমার হয়তো ভবঘুরে।
সন্ধ্যের তাঁরা গুলো সংশয়ে মিটি মিটি জ্বলে
গুনলে কেউ পাগল ভাবে কেউ বা মাতাল বলে
মুখোমুখি চেয়ে কারো প্রতি মায়া হলে
মুখ ফিরিয়ে ঘুমের ঘোরে তাঁর চেহারা মন ভূলে
আমি এখনো রয়েছি সম্পূর্ণ আগের মনে,
শুধু রেখেছি নিজের ব্যাক্তিত্য গোপনে
নীলিমা তুমি কেনো দূরে?

আরো পড়ুনঃ  কবিতা তোমার মাধুর্য

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *