নীল সাগরের চেয়ে
কলমেঃ ফাহিয়া হক ইন্নি
বেশি কিছু চাওনি তুমি ,চেয়েছো শুধু
তোমাকে নিয়ে যেন একটা কবিতা লিখি আমি
লিখবো কবিতা এই বলেই প্রতিশ্রুতি করি
শব্দ খুঁজতে গিয়ে হয়েছি ভিখারী
আমার কাছে তুমি অর্ণবের লহরি
আমার চোখে তোমার মর্যাদা অভ্রভেদী
যদিও তুমি একটু জেদী
জানি না কি ভেবে দেখাই তোমাতে অধিকার।
যখন আঁধার রাতে ধরেছিলে হাতটি আমার
বিন্দু পরিমাণ ইচ্ছা ছিলো না ছাড়ার।
যাইহোক,
একটা কবিতা আর কিছু শব্দ দিয়ে
বর্ণনা করা যাবে না তোমায়।
ধরণীর ন্যায় অতিকায় তোমার হৃদয়
তা নিয়ে আমার নেই কোনো সংশয়
তবে একটা বিষয় আমারে খুব ভাবায়
কবে যেন হারিয়ে যাও এই অধরায়
আমার কাছে তুমি সবচেয়ে সুদর্শন
রূপকথার গল্পের রাজপুত্রের মতন।
আফসোস,
আমি কোনো রাজকন্যা নই,
হতে পারবো না কোনো রাজপুত্রের অর্ধাঙ্গিনী
আমি শুধু তোমার সাময়িক সঙ্গিনী।
কিছুদিন পরে তুমি হারিয়ে যাবে সবকিছুর ভিড়ে
আবার আমাকে একাই ফিরতে হবে নিজ নীড়ে
কল্পনা করতে পারবে না তুমি।
আমি থাকবো কতটা দূরে
এভাবেই হারিয়ে যাবো আমরা অচিরে
দেখা মিলবেনা বছর জুড়ে।
রোজ রাতে আর করবে না আমার স্মৃতিচারণ
আমাকে নিয়ে ভাবতেও তখন বারণ
আমি হবো তোমার বিরক্তির কারণ
মনে রেখো,
কাউকেই কখনো যায় না ভুলা
মস্তিষ্ক স্মৃতিগুলো করে খেলা।
শুনো,
যদি সত্যিই ভাবো আমার কথা
স্বপ্ন হয়ে হলেও আমি দেবো দেখা
বিজ্ঞান কি বলে জানো?
যতবার তুমি করো আমায় স্মরণ
ততবার আমার মনোযোগের হয় মরণ
এটা আটকাবার নেই আমার সাধ্য
তৎক্ষণাৎ তোমার মনে করতে আমি বাধ্য।
কিছু ব্যক্তি সম্পর্কে জানুন ★ জনপ্রিয় লেখক আরিফ আজাদের পরিচিতি ও জীবনী ★ লেখক বখতিয়ার উদ্দিন সংক্ষিপ্ত পরিচিত ও জীবনী ★ অল্প কিছু শব্দে জানুন ফারাজ করিম চৌধুরী’র বিশদ জীবনী ★ শেখ তন্ময় এর পরিচিতি ও জীবনী
স্বাস্থ্য সংক্রান্ত তথ্য |
সংক্ষিপ্ত পরিচিতিঃ কবি ফাহিয়া হক ইন্নি ।জন্ম ১৫ই অক্টোবর ২০০৬।মাতা রাবেয়া খাতুন এবং পিতা মো.তুহিন। বর্তমান ঠিকানাঃ মেরাজনগর ,কদমতলী ,ঢাকা। বিজ্ঞান বিভাগে এসএসসি(২০২৩)পরীক্ষা দিয়েছেন।কবিতা পড়তে পছন্দ করেন।রোমান্টিক কবি হিসেবেই পরিচিত।
নিয়মিত পড়ে, লেখে সাথে থাকুন। ধন্যবাদ