নোবেল পুরস্কার ২০২২ তালিকা – Top 14 Nobel Prize Winners

সুইডীয় রসায়নবিদ আলফ্রেড নোবেল ১৮৯৫ ডায়নামাইট আবিষ্কার করেন। ডায়নামাইট এক ধরনের বিস্ফোরক যা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে তৈরি করা হয়। এটি অনেক মূল্যবাদ পদার্থ। আলফ্রেড নোবেল মৃত্যুর আগে উইল করে তিনি তার সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান। উইলে আরও বলে যান, নোবেল ইনস্টিটিউটের কাজ হবে প্রতি বছর নোবেল পুরস্কার এর অর্থ প্রদান করা। আজকে আমরা জানবো “নোবেল পুরস্কার ২০২২ তালিকা ”

নোবেল পুরস্কার ২০২২ তালিকা টি প্রকাশিত হয়েছে। ৭ দিনের মতো সময় লাগে, ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।  ১৯০১ সালের ১০ ডিসেম্বরে প্রথমবারের মতো নোবেল পুরষ্কার প্রদান করা হয়েছিলো।

 

“যাদের অসামান্য অবদানের কারণে বিশ্ব-বাসী জীবন সুন্দর, সহজ হওয়া শান্তির হয়। তাদেরকে নোবেল পুরষ্কার দেওয়া হয় ”

 

নোবেল পুরস্কার ২০২২ তালিকা – Nobel Prize 2022 Winner List

 

প্রতিবছর ৬ বিভাগ থেকে নোবেল পুরষ্কার দেওয়া হয়। আন্তর্জাতিক মানের এই পুরষ্কারটি অনেক অনেক বেশি মূল্য। এই পুরষ্কার দেওয়া হয়,

  • ০১. চিকিৎসা
  • ০২. পদার্থবিজ্ঞান 
  • ০৩. রসায়ন
  • ০৪. সাহিত্য 
  • ০৫. শান্তি 
  • ০৬. অর্থনীতি

 

চিকিৎসা বিভাগ থেকে নোবেল পুরষ্কার ২০২২

চিকিৎসা বিভাগ থেকে নোবেল পুরষ্কার ২০২২ এর তালিকায় রয়েছে ১ জন। সোভান্তে পাবো ২০২২ সালের চিকিৎসা বিভাগ থেকে নোবেল পুরষ্কার বিজয়ী হয়। তাঁর এই জয়ের ফলে সুইডেন দেশের জন্য বেশি আকর্ষণীয় তা প্রকাশ করে। কারণ নোবেল পুরষ্কার সুইডেন থেকে দেওয়া হয় এবং আলফ্রেড নোবেল ও সুইডীয় রসায়নবিদ ছিলেন।

চিত্রেঃ- সোভান্তে পাবো

সোভান্তে পাবো এর এই পুরষ্কার পাওয়া পরে উল্লেখিত হয় যে, ৪০ বছর আগে তাঁর পিতা সুনে বার্গস্ট্রম চিকিৎসার জন্য নোবেল পুরষ্কার পেয়েছিলেন।

 

পদার্থবিজ্ঞান বিভাগ থেকে নোবেল পুরষ্কার

পদার্থবিজ্ঞান বিভাগ থেকে নোবেল পুরষ্কার ২০২২ তালিকা লয় নির্বাচিত হয়েছেন ৩ জন। ৩ জনেই তিনটি আলাদা আলাদা দেশের নাগরিক।

  • জন এফ ক্লোজার (আমেরিকা)
  • অ্যালেন অ্যাসপেক্ট (ফ্রান্স),
  • অ্যাটন জেলিঙ্গার (অস্ট্রলিয়া)।
আরো পড়ুনঃ  মহাকবি কায়কোবাদ সাহিত্য পদক-২০২২ নির্বাচিত লেখকদের তালিকা ঘাস বিভাগ

 

তাদের ছবি,

জন এফ ক্লোজারAlain AspectAnton Zeilinger

 

রসায়ন বিভাগ থেকে নোবেল বিজয়ী ২০২২

রসায়ন বিভাগ থেকে নোবেল পুরষ্কার ২০২২ তালিকা এ নির্বাচিত হয়েছেন ৩ জন। তাদের মধ্যে ২ জন আমেরিকা’র নাগরিক এবং আরেকজন ডেনমার্ক এর।

  • ক্যারোলিন আর. বার্তোজী (আমেরিকা)
  • কে ব‍্যারি সার্পলেশ (আমেরিকা)
  • মার্টন মেন্ডল (ডেনমার্ক)

তাদের ছবি,

ক্যারোলিন আর. বার্তোজী

উল্লেখিত করতে হয় যেঃ- কে ব‍্যারি সার্পলেশ (আমেরিকা) এই নিয়ে দুইবার নোবেল পুরষ্কার পেলেন৷ প্রথমবার ২০০১ সালে তিনি নোবেল পুরষ্কার পেয়েছিলেন।  তিনি ৫ম ব্যক্তি, যারা ২ বার করে নোবেল পুরষ্কার পেলেন। 

 

সাহিত্য বিভাগ থেকে নোবেল বিজয়ী ২০২২

সাহিত্য বিভাগ থেকে নোবেল পুরষ্কার ২০২২ তালিকায় রয়েছে ১ জনের নাম। এবারে সাহিত্য জন্য নোবেল পুরষ্কার পেলেন ফরাসি সাহিত্যিক অ্যানি এরনও।

যার নাম ১১৯ তম লেখক হিসেবে প্রকাশ করেন সুইডিশ একাডেমি। তিনি ১৭ তম মহিলা, যিনি সাহিত্যর জন্য নোবেল পুরষ্কার পেয়েছেন।

  • অ্যানি এরনও (ফ্রান্স)

তাঁর ছবি,

অ্যানি এরনও (ফ্রান্স)

“কল্পনার পর্দাকে ছিঁড়ে দিতে ছুরির মতো ভাষা প্রয়োগ করার জন্য তাঁকে এই সম্মানীয় পুরষ্কার দেওয়া হয়েছে।”

 

শান্তি বিভাগ থেকে নোবেল পুরষ্কার ২০২২ তালিকা

শান্তি বিভাগ থেকে নোবেল পুরষ্কার ২০২২ তালিকায় নির্বাচিত হয়েছেন ৩ জনকে যৌথ ভাবে নির্বাচিত করা হয়। তাদের তালিকা প্রকাশ করা হয় ৭ ই অক্টোবর।  এই তালিকায় রয়েছে। বেলারুশীয় মানবাধিকার কর্মী আলেস বিলিয়াতস্কি (বেলারুশের আইনজীবী)।

আরো দুটি সংস্থা, রুয় মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিস।

  • আলেস বিলিয়াতস্কি (বেলারুশ)
  • মেমোরিয়াল (রাশিয়া)
  • সেন্টার ফর সিভিল লিবার্টিস (ইউক্রেন)

 

শান্তির জন্য নোবেল পুরষ্কার ২০২২ তালিকা

তাঁরা যুদ্ধ বন্ধ, মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার ব্যবহারের নথিভুক্ত করার জন্য অসামান্য অবদান রেখেছেন। তাঁরা একত্র শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজে তাৎপর্য প্রদর্শন করেন।

 

 

অর্থনীতি থেকে নোবেল পুরষ্কার ২০২২ তালিকা

সর্বশেষ, ১০ই অক্টোবরে অর্থনীতি বিভাগ থেকে নোবেল বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। উল্লেখিত তালিকায়, ৩ জন ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। উক্ত তিন জন নাগরিকেই ছিলেন আমেরিকার।

  • বেন এস বার্নানক
  • ডোগলাস ডব্লু ডাইমন্ড 
  • ফিলিপ এইচ ডিবভিগ 
আরো পড়ুনঃ  ১০ টি প্রস্তুতি বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ২০২৩

অর্থনীতিবিদের ছবি,

অর্থনীতিবিদ

ব্যাংক লোন ও আর্থিক বিভিন্ন সমস্যার সমাধান উপর গবেষণা করে, এই তিন জন্য আমেরিকান অর্থনীতিদিন নির্বাচিত হয়েছেন।

 

কিছু কিছু প্রশ্ন ও উত্তর জেনে রাখা ভালো

০১। পদার্থ বিজ্ঞানে ২০২২ সালে নোবেল বিজয় কে ?

উত্তরঃ- পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন এফ ক্লোজার (আমেরিকা), অ্যালেন অ্যাসপেক্ট (ফ্রান্স), অ্যাটন জেলিঙ্গার (অষ্ট্রেলিয়া)

০২। চিকিৎসাশাস্ত্রে ২০২২ নোবেল বিজয়ী কে ?

উত্তরঃ- চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন সান্ত প‍্যাবো তিনি সুইডেনের বাসিন্দা।

০৩। সাহিত‍্যে ২০২২ সালে নোবেল পুরস্কার বিজয়ী কে ?

উত্তরঃ- নোবেল পুরষ্কার ২০২২ তালিকা’য় সাহিত্য বিভাগ থেকে অ্যানি আর্নক্স নির্বাচিত হন, ফরাসির বাসিন্দা।

০৪। শান্তিতে নোবেল পুরষ্কার ২০২২ তালিকা’য় কে কে আছল ?

উত্তরঃ- আলেস বিলিয়াতস্কি ( বেলারুশের আইনজীবী ), এবং দুটি সংস্থা মেমোরিয়াল এবং সেন্টার ফর সিভিল লিবার্টিজ।

 

নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- Chirkute Sahitto – চিরকুটে সাহিত্য  বা অনুমতি অথবা INLISO  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *