পল্লীকবি জসীমউদ্দিন স্মৃতিপদক- ২০২২ লেখক তালিকা প্রকাশ গাছ বিভাগ

পল্লীকবি জসীমউদ্দিন স্মৃতিপদক- ২০২২

আলহামদুলিল্লাহ,,, এই প্রতিবেদনের মাধ্যমে ❝পল্লীকবি জসীমউদ্দিন স্মৃতিপদক-২০২২❞ এর লেখক তালিকা প্রকাশ করা হলো।

❝পল্লীকবি জসীমউদ্দিন স্মৃতিপদক- ২০২২❞ এর লেখক তালিকাটি কে উপস্থাপনের সুবিধার জন্য ২ টি বিভাগে ভাগ করা হয়েছে। উল্লেখ্য থাকছে যে, এটা কোন লেখার মানের নির্ভর করে না। ২০২২ সালের মার্চ মাসে ❝মাসিক চিরকুটে সাহিত্য পত্রিকার এর সংখ্যায়❞ চিরকুটে সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পরিচালনায় এই ইভেন্ট-টির আয়োজন করা হয়েছে।

⚫বিভাগঃ- ❝গাছ❞

(০১) সাহেদুল ইসলাম
(০২) আবু সাঈদ
(০৩) রাবেয়া বসরী
(০৪) মোঃ মারুফ বিল্লাহ
(০৫) রফিক ওসমান
(০৬) মাইনুল ইসলাম মাহিন
(০৭) আবির আয়মান অয়ন
(০৮) মনীষা রানী বিশ্বাস
(০৯) মুহাম্মাদ মাইনুল ইসলাম
(১০) মোঃ নুর আলম রাজু
(১১) মিটন চক্রবর্তী
(১২) শফিকুল জান্নাত জিহা মনি
(১৩) আর.এম.উসামা
(১৪) মাহমুদা হাবীব
(১৫) মোহাম্মদ ফয়সল আহমদ
(১৬) আরিফুজ্জামান
(১৭) মোঃ ইব্রাহিম হোসেন
(১৮) নঈম হাসান
(১৯) মোহাম্মদ মোবাশ্বির আলম
(২০) মনোয়ার মুন্না

যাদের নাম তালিকায় নেই, লেখা মনোনিত হয়েছিলো এবং শর্ত পূরণ করেছেন। তাঁরা প্রত্যেকেই পুরষ্কারটি পাবেন ইনশাআল্লাহ।

আগামী সংখ্যায় লেখা দিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন।

আরো পড়ুনঃ  শরৎ আকাশে কলমে বখতিয়ার উদ্দিন

1 thought on “পল্লীকবি জসীমউদ্দিন স্মৃতিপদক- ২০২২ লেখক তালিকা প্রকাশ গাছ বিভাগ”

  1. Pingback: পল্লীকবি জসীমউদ্দিন স্মৃতিপদক-২০২২ লেখক তালিকা প্রকাশ ১ম পর্ব ঘাস বিভাগ » দৈনিক চিরকুটে সাহিত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *