পরী বন্ধু কলমে নূরনাহার নিপা

পরী বন্ধু
নূরনাহার নিপা

জানালা ধরে কি করছো? জানালা ধরে অাকাশ দেখি। অার কি দেখো? চাঁদ দেখি।
অাম্মু চাঁদ তো দেখা যায় না। মেঘের লুকোচুরিতে ছোট ছোট তারা জ্বলে অার নিভে।
কী সুন্দর তারার ফুল। কতো বড় অাকাশ যদি ডানা থাকতো উড়ে যেতাম পরীর মতে। কী মজা হতো!
মায়ের মুখটা ফ্যাকাশে। একদম না এসব চিন্তা করবে না। লেখাপড়া নষ্ট হবে। অাজ তো চাঁদরাত।
অাজ কী পড়তে হয়। অাম্মু ঠাকুমারঝুলিতে কতো গল্প শুনেছি। গল্প হচ্ছে রুপকথা। অাম্মু তুমি কী করছো?
কোরমা, পোলাও’র সুবাস ভেসে ওঠে, হঠাৎ করে অাকাশের কোণে চাঁদ উঠলো। উল্লাসে উঠলো হেসে মাসফি কি অানন্দ। চাঁদ তুমি খুব ভালো একেবারে অাম্মুর মতো। তোমাকে অাম্মুকে খুব ভালোবাসি। অাম্মু অাব্বু এসে গেছে।
অাব্বু তোমার ছুটি, অফিস বন্ধ। অামার ইসকুল বন্ধ, কী মজা কী মজা।
নাও তোমার চকলেট। অাব্বু তুমি খুব ভালো।ইভা- তুমি কখন অাসলে। তোমার ছেলের যা কৌতুহল।

অাম্মু শুধু বলে পড়ো,পড়ো,টিচারের পড়া শেষ করতে হবে। বলতো অাব্বু ঈদে কেউ পড়ে।অামার মাসফির জন্য সব বন্ধ।

ঈদ মুসলমানের জন্য বড় উৎসব। রোজা শেষে ঈদ যে মহান অাল্লাহর দান। তুমি ঈদে নামাজ পড়বে, বড়দের সালাম করবে।
অাব্বু অামি সালাম করলে বখশিস পাবো তাই না? কী মজা কী মজা।
অামি কিন্তু নতুন পাঞ্জাবী, শার্ট পরবো। দেখো তো ইভা, অামার ছেলেটা কত খুশি।
ঈদের স্বপ্ন নিয়েই কখন যে ঘুমিয়ে পড়লো।
পাখির ডাকে জেগে উঠে বনের সকল ঘুমিয়ে থাকা ফুল, হৈ -হুল্লােড় অানন্দ। বিশাল গাছটির নিচে শিশির ভেজা ঘাস ফুলে হাঁটার সাথে দু ‘ পায়ের নূপুর বেজে উঠছে। খিলখিল করে হেসে উঠছে পরী, মৃদু শব্দ করে বলে মাসফি সোনা ঈদের ভোর যে হলো, তুমি কী ঘুমিয়েই থাকবে?
চলো অামার সাথে ঈদের অানন্দ করি ভাগাভাগি। তুমি কি যাবে অামার দেশে?
মাসফি অবাক চোখে তাকিয়ে চমকে উঠে, মৃদু স্বরে জিজ্ঞেস করলা। কে তুমি? এতো ফর্সা ধবধবে শাদা ফ্রকটি চুল খোলা, লালচে চুল গুলো বাতাসে উড়ছে। চোখ দুটো নীল।
কে তুমি? এখানে কী করছো? তোমার বাড়ি কোথায়? অাগে তো কখনো দেখিনি।
অামি তোমার বন্ধু হতে চাই?
বাহ্ দারুণ তো?
পরী বন্ধু- তুমি খুব সুন্দর?
অামার বন্ধু মাসফি ও খুব মিষ্টি। অাচ্ছা পরী বন্ধু তুমি অামার নাম কিভাবে জানো?
পরী, অামি সব জানি। তুমি কোন ক্লাসে পড়ো?
কি খেতে ভালোবাসো। ওমা তাই? পরী -তুমি অামার বন্ধু না। অাচ্ছা পরী বন্ধু -অামি কী খেতে ভালোবাসি।
পরী -জাদুর কাঠিতে ফু দিল সাথে সাথে চিকেন, স্যুফ, বার্গার, নানান রঙয়ের চকলেট থালা ভরে হাজির। মাসফি ফিক করে হেসে দিল। পরী- নাও সব খাবার তোমার। মাসফি চমকে উঠে বাহ্ এতো সব অামার। সব অামার পছন্দের খাবার। হ্যাঁ সব তোমার যা মন চায় খাও পেট ভরে।

আরো পড়ুনঃ  মুক্তিযুদ্ধ নিয়ে ছোটগল্প অপেক্ষা

পরী বলে অাজ অামরা দুই বন্ধু ঘুরবো।
সারাদিন অানন্দ করবো। কোথায় যাবো বন্ধু। কেন? অামার দেশে। কিভাবে যাবো বন্ধু। অামার ডানায় ভর করে পিঠে চড়ে।
অামার না অাকাশ ছুঁতে ইচ্ছে করে। ইস অামার যদি তোমার মতো ডানা থাকতো। তাহলে তোমার মতো উড়ে উড়ে যেতাম চাঁদের দেশে, মেঘের দেশে, নদী, পাহাড়, গাছ, এদের উপরে হাঁটতাম। তাঁদের কষ্ট কী জানতাম। বাহ্ বন্ধু তুমি তো চমৎকার। ছোট বয়সে এতো কিছু চিন্তা ভাবনা কর।
মাসফি -অামি তো ছোট্ট নিচু মানুষ। কী করে সব দেখবো উঁচুতে এতো কিছু কি অার দেখা যায় বলো? সেটা ঠিক বলেছো বন্ধু।
অামি নিয়েই যাবো, ঠিক বলছো বন্ধু। অামি কী বন্ধুর সাথে মিথ্যা বলতে পারি। দাঁড়াও একটা মজার খেলা দেখাবো, তুমি কিন্তু ভয় পেয়োনা।অামি তেমন ভয় পাইনা। জানো বন্ধু অাম্মুর কাছে কতো ভূত পরীর গল্প শুনেছি। অাম্মু বলেছে পরীর ডানা থাকে।

ভূতের লম্বা লম্বা হাত, পা, চুল, ইয়া বড় অাকাশের মতো উঁচু।তোমার মা ঠিকেই বলেছে। তবে সব পরী, ভূত সবাই ভালো না। অনেকে মানব মানুষদের ক্ষতি করে। কিন্তু পরী বন্ধু তুমি তো খুব ভালো। অামি তো তোমার বন্ধু। অামাদের কাজ মানুষের জন্য ভালো কিছু করা। তাদের সুখে দুঃখে সাহায্য করা। তাদের চাহিদা পূর্ণ করি। তারা অামাদের দেখতে পায়না। অামরা ছদ্মবেশে সাহায্য করি। তাহলে দেখো এই মানুষ তুমি ছাগল হয়ে যাও তো। এই পাহাড় তুমি মাঠির সাথে মিশে যাও তো। মাসফি কী করে বন্ধু। এই দেখছো জাদুর কাঠি।
পরী – একটা চাদর উপর উঠে দাঁড়িয়ে তুমি অামাকে পিঠের থেকে জড়িয়ে ধরো।
এবার অাকাশ, নদী, সব ঘুরে ঘুরে দেখবে যা তোমার মন চাই। মাসফি-কী সুন্দর তোমাদের দেশ। যতদূর যায় পরীর সাথে নদী, মেঘ, ফুল, পাখি, পাহাড়, গাছ, বাতাস সবাই কথা বলে।
বন্ধু তোমার সাথে নদী, মেঘ, পাখি কি সুন্দর কথা বলে। সবাই বলে নতুন ছোট্ট বন্ধুকে নিয়েই কই যাও।
অাজ খুশির ঈদ গো। বন্ধুকে নিয়েই যেখানে মন চায়, অামরা উড়বো।
সন্ধ্যা হয়ে এলো বাড়ি ফিরবো। চাদর অামরা এবার নিচে নামবো। বাড়ির সবাই চিন্তিত হবে।বন্ধু বাড়ি যাও, এবার অামাকে বিদায় দাও। ইস তোমাকে ছাড়তে মন চাইছে না।
পরী বন্ধগযাওয়ার অাগে কথা দাও, প্রতিদিন একবার অামায় নিয়েই ঘুরতে যাবে। প্রতিদিন হলে বন্ধু সবাই সন্দহ করবে। সবাই জেনে গেলে অামাদের বিপদ হবে।অামাদের অার দেখা হবে না। তবে মাঝে মাঝে চুপিচুপি তোমাকে নিয়েই উড়াল দেব ওই অাকাশে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *