পহরচাঁদা ক্যারিয়ার সোসাইটি-(পি.সি.এস) (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।)

পহরচাঁদা ক্যারিয়ার সোসাইটি-(পি.সি.এস)
    (একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।)

ঠিকানাঃ-পহরচাঁদা(৪৭৪১),বরইতলী,চকরিয়া,
কক্সবাজার।

বাংলাদেশের অধিকাংশ মানুষই তাঁহাদের মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে মিটাইতে অক্ষম।ক্রমবর্ধমান দরিদ্রতা,বেকারত্ব,অশিক্ষা-কুশিক্ষা প্রভৃতি কারণে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সামাজিক অস্থিরতা।সমাজ জীবনের এই অস্থির সময়ে সার্বিক সমাজ উন্নয়নের প্রচেষ্টায় কিছু সুন্দর মনের মানুষের শক্তিতে পহরচাঁদা ক্যারিয়ার সোসাইটির আত্মপ্রকাশ ঘটে। ০১/০১/২০১৯ ইংরেজি হতে “সমৃদ্ধির পথে সদা থাকব চির জাগ্রত, পুষ্পের মতো জীবন মোরা করবো বিকশিত।” স্লোগানকে সামনে রেখে এখনো পর্যন্ত সমাজ উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ৫০+ সদস্য নিয়ে  স্বপ্ন পূরণে হাটি হাটি পা পা করে এগিয়ে চলছে পহরচাঁদা ক্যারিয়ার সোসাইটি পরিবার সংগঠনটি।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ- সমাজ উন্নয়নমূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের নিগুঢ় লক্ষ্যে জনগণের সুযোগ-সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠীর আর্ত সামাজিক,শিক্ষা,চিকিৎসা,সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়নসহ বহুমুখী স্ব-কর্মসংস্থানমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে পিছিয়ে পড়া একটি এলাকা পহরচাঁদা তথা বরইতলী ইউনিয়নের এবং চকরিয়া উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষার্থী তথা তরুণ সমাজকে একই ছাদের নিচে এনে সমন্বয় সাধন ও এলাকার উন্নয়নে যুব সমাজকে দলমত নির্বিশেষে জাগরিত করে তুলে সার্বিক উন্নতিতে অবদান রাখছে।

কার্যবিবরণীঃ-

★ যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় বেকার যুব সমাজকে বিভিন্ন ট্রেডে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান।

★ ২৩শে জুন ২০২০ খ্রীস্টাব্দ তারিখে নোঙর কতৃক বাস্তবায়িত হয়ে GCERF ও ইপসা-সিভিক কনসোর্টিয়ামের সহযোগিতায় করোনাকালীন সময়ে পহরচাঁদার গরীব-দুঃখী মানুষের খাদ্য সংকট নিরসনে ৭৫ পরিবারকে ১২০০/ টাকার সমপরিমাণ করে খাদ্য সামগ্রী বিতরণ করে।

★ নোঙর কতৃক আয়োজিত GCERF ও ইপসা-সিভিক কনসোর্টিয়ামের সহযোগিতায় উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে ক্যারিয়ার সোসাইটির ৩ (তিন) জন বিশিষ্ট প্রতিনিধিদের দলকে ৩ (তিন) দিন ব্যাপী “জীবন দক্ষতা শিক্ষা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ” কর্মসূচি বাস্তবায়ন।

১৯/০৯/২০২০ ইংরেজি এবং ২৭/০৫/২০২১ ইংরেজি তারিখে যথাক্রমে ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টার ও পহরচাঁদা উচ্চ বিদ্যালয়তে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়ন।

আরো পড়ুনঃ  বস্তির জীবন কলমে কবি ইমরান হোসেন

★নোঙর কতৃক আয়োজিত GCERF ও ইপসা-সিভিক কনসোর্টিয়ামের সহযোগিতায় উগ্রবাদ ও সহিংসতামুক্ত সমাজ গড়তে পহরচাঁদা ২২ জন বেকার যুবকদের নিয়ে ২ (দুই) দিন ব্যাপী Life Skill Education(LSE.) প্রোগ্রাম বাস্তবায়ন।

★পহরচাঁদার গণমানুষের চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিতের লক্ষ্যে ১১ই মার্চ ২০২১ ইংরেজি তারিখে দিনব্যাপী ২২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি বাস্তবায়ন।

★পহরচাঁদার ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন সাধনের লক্ষ্যে ৪ ঠা সেপ্টেম্বর ২০২০ ইংরেজি তারিখে  ফুটবল খেলার জার্সি বিতরণ কর্মসূচি বাস্তবায়ন।

★ নোঙর কতৃক আয়োজিত GCERF ও ইপসা-সিভিক কনসোর্টিয়ামের সহযোগিতায় উগ্রবাদ ও সহিংসতামুক্ত সমাজ গড়তে “উগ্রবাদমুক্ত সমাজ চাই-সহিংসতা নয়-শান্তি চাই,এই হোক বিজয়ের অঙ্গীকার।” স্লোগানকে সামনে রেখে ২১শে ডিসেম্বর ২০২০ ইংরেজি তারিখে প্রীতি ফুটবল ম্যাচ কর্মসূচি বাস্তবায়ন।

উপরোল্লিখিত কার্যক্রম ছাড়াও করোনা মহামারীর সচেতনতাকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ২৮ শে মার্চ ২০২১ ইংরেজি তারিখে মাস্ক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন।কিছু সংখ্যক আর্থিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের নোট বই প্রদান ও ভর্তিতে আর্থিক সহায়তাকারী প্রদানের মাধ্যমে  লক্ষ্য পূরণে দুর্বার গতিতে এগিয়ে চলছে পহরচাঁদা ক্যারিয়ার সোসাইটি পরিবার।

প্রতিষ্ঠাকালীন বিবরণীঃ-

প্রতিষ্ঠাতা সভাপতি- রবিউল আলম।
প্রতিষ্ঠাতা সম্পাদক-রাকিবুল ইসলাম রাসেল।
প্রতিষ্ঠাতা সদস্য-
★আবুল কাশেম।
★মোহাম্মদ রাশেদ।

যোগাযোগঃ-
Email:[email protected]
Fb:-Paharchanda Career Society.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *