
পাখির কথা
খাদিজা খাতুন
খাঁচায় বন্দী পাখিরাও যে লুকিয়ে রাখে দুঃখ,
কষ্ট বলে সর্বজনকে সাজে না যে আর মূর্খ।
খাঁচায় বন্দী পাখিকে শুধালে,
হাস্যোজ্জ্বল কন্ঠে বলে সব মন খুলে।
পরিপাটি বাসা আমার চার দেয়ালে বন্দী,
শত্রু পক্ষ আঁটে না তাই আক্রমণের ফুন্দি।
খাবার পায় প্রতিদিন নিয়ম করে নাই তে কোনো চিন্তা,
খাবার খায়, গান আয় আর নাচি তা ধীনতা।
এই যে আমার ছোট্ট বাসায় আছে বৈঠকখানা,
সেই খানেতে বসে আঁটি নানান রকম ছড়া।
ঝড়, বৃষ্টি আর খড়ার দিনে করতে হয় না ছুটোছুটি,
এই খাঁচাতেই মালিক আমায় রাখে অনেক নিরিবিলি।
পাখির কথা শুনে আমি হলাম হতভম্ব,
এই পৃথিবীতে সবাই তবে দুঃখ লুকায়েই মুগ্ধ।