প্রকৃতির সৌন্দর্য

প্রকৃতির সৌন্দর্য
ফাতেমা আক্তার বিথী

দখিনা হাওয়া চলছে বয়ে,
মাঝি পাল তুলেছে নায়ে।
কৃষক কাটছে ধান,
পাখিরা গাইছে গান।
আকাশে উড়ছে চিল,
শুকিয়ে আসছে বিল।
ফুটছে ফুল বনে বনে,
রাখাল গাইছে গান আপন মনে।
জেলে ধরছে মাছ,
কাঠুরিয়া কাটছে গাছ।
বকুল পড়ছে ঝড়ে,
শিশুরা তা নিচ্ছে কুড়িয়ে
আপন মনে।
প্রকৃতি সেজে উঠেছে
অপরুপ সৌন্দর্যে,
উপভোগ করছি তা আমি
নদীর ধারে বসে।
প্রকৃতির এই মহিমান্বিত রুপ
কেড়ে নিল মন,
প্রকৃতি প্রেমী হয়ে
পার করে দিতে চাই এই জীবন।

আরো পড়ুনঃ  তোমার আমার পৃথিবী কলমে রণিত অধিকারী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *