প্রতিক্ষা কলমে জান্নাত স্মৃতি

প্রতিক্ষা
জান্নাত স্মৃতি

ছিলাম তোমার প্রতিক্ষায়।
কখন আসবে তুমি দিবে শীতল হাওয়া।
মাঠঘাট আজ বিদির্ণ বিদূর পিপাসায় পথিক ক্লান্ত,
আজ আমি বড় পরিশ্রান্ত।
বিদঘুটে দগ্ধ শিখা বইছে ধরনীতে নেরি কুকুরটা অপেক্ষায় আছে সুদূর বর্ষনে।
কখন বইবে হাওয়া ঝরবে বারী,
দূর দূর দূর ঝরছে ঘাম যেন নরকের দীর্ঘশ্বাস পরছে পৃথিবীতে।
ঝলছে যাচ্ছে সর্বত্র তবুও অপেক্ষায় প্রহর গুনছি দিন, ভাবছি বসে একা।
হে বর্ষন কখন তুমি দিবে দেখা?!!
তরুলতাগুলো আজ প্রখর তাপে অতিষ্ঠ নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশে।
কখন ঝরবে বারী পরবে পৃথিবিতে হালকা বাতাশে।
হঠাৎ করে বিদঘুটে অন্ধকার অতুষ্ন তাপে,আতপ্ত পৃথিবি ঝাজালো কড়ায় যেন।
ফুলিঙ্গ শিখা পরছে অবিরাম তিগ্ম বেগে হেন।
দূর দূর দূর,দূর হয়ে যাক এ কড়ুয়া এক ফোটা বৃষ্টিতে নেমে আসুক তব নেমে অম্ভ শান্ত হোক স্তব্ধ অগ্নিবৎ।
হঠাৎ একটু হাওয়া,পাতা নরছে জল পরছে শুষ্ক ভূমিতে
শান্ত হচ্ছে সব এলো অবশেষে বহু প্রতিক্ষিত বৃষ্টি।

 

নিয়মিত পড়ুন এবং লেখুন জনপ্রিয় প্লাটফর্ম চিরকুটে সাহিত্য ও Biography জানতে ভিজিট করুন Search Human
আরো পড়ুনঃ  হঠাৎ লেখা কলমে কলমে মমতা আক্তার মম

2 thoughts on “প্রতিক্ষা কলমে জান্নাত স্মৃতি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *