প্রতিদান

প্রতিদান
রেজওয়ানা ইসলাম রিমি

তেরো বছরের খোকার যখন যাবার কথা বিদ‍্যাপিঠে,
তখন তাকে যেতে হলো কারখানাতে।
যখন তার থাকার কথা আনন্দের সাগরে,
তখন সে মুছতে ব‍্যস্ত ঘামের জল।
যখন তার খাবার কথা কোরমা পোলাও,
তখন সে মাসের শেষের টানাটানি টুকু এড়োতে বসে পড়ে রাস্তার পাশের সস্তা হোটেলে।
যখন মাইনে টা পেয়ে যাবার কথা কাপড়ের দোকানে,
তখন সে যায় পাড়ার দর্জির কাছে
পড়নের রংচটা শার্টটা আরেকবার সেলাই করে নিতে।
আর যখন তার সব বিতরণ শেষে,বয়সের শীর্ষে,
পাবার কথা একটু প্রতিদানের সম্মান-ভালোবাসা
তখনি সে পায় কড়া কথা!
‘ভাই তুমি কি করলে জীবনে?’

 

আরো পড়ুন এবং লেখুন জনপ্রিয় প্লাটফর্ম চিরকুটে সাহিত্যে

আরো পড়ুনঃ  মনুষ্যত্ব নিয়ে কবিতা | মনুষ্যত্ব কলমে শিশির খান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *