প্রত্যাশা কলমে জান্নাত স্মৃতি

গভীর রাত কিংবা গোধূলি বেলা,পরন্ত বিকেল কিংবা শিশির ভেজা সকালবেলা প্রতিটি মুহুর্ত তোমাকে ভালোবাসি।

তোমায় ভেবে অন্তিম যায় আমার ভাবনাময় দুপুরবেলার উত্তপ্ত সূর্য আবার তুমাকে ভেবেই কাটিয়ে দিই জোছনা মাখা রাত্রি।তোমাকে ঘিরে আমার অনুভূতি নিয়ে যদি লিখা শুরু করি হয়তো শেষ হয়ে যাবে পাতা আর কলমের কালি তবুও তোমাকে বলার মত একটু কিছু ও লিখতে পারি,সেটায় হবে ভালোবাসার শিরোনাম।আমার হৃদয়ে তোমাকে নিয়ে উপন্যাস লিখা আছে সেটা না হয় চোখে চোখ রেখে পড়ে নিও।ভালোবাসি তোমায়।

 

প্রত্যাশা
কলমে জান্নাত স্মৃতি

চলো দুজন দুজনাতে হারিয়ে যাই।
হারিয়ে যাই চলনবিল কিংবা দূর্বাঘাসের ডগায়।
যেখানে এক চিলতি শিশির কনা ভাসে
হঠাৎ করেই তোমার পানে তাকিয়ে থেকে বলবো হেসে হেসে কাজল কালো চোখের মায়ায় বড্ড ভালোবেসে জরিয়ে রাখো আমায়।
যেমনটা করে বুক পিঞ্জরে হৃদয় লুকিয়ে থাকে।
তোমায় দেখে আনমনে মন কত যে কবিতা লিখে।
যেমন করে বৃষ্টি ভেজা সকাল কিংবা তপ্ত ক্ষৌর দূপুর,
তোমার প্রেমের মিষ্টি সুরে বাজবে আমার নুপুর।
হঠাৎ করে হিমেল হাওয়া কিংবা গোধূলি ছায়া,
তোমার ভালোবাসা পাল তুলবে আবির রঙের নাওয়া।
তোমার প্রেমের ছন্দে মধুর গাড় হয় যে ভালোবাসা,
তুমি -ই আমার প্রানসখা আমার কাছে আসা।
হয়তো তারপর কবিতা পড়ার প্রহর কিংবা গান গাওয়া রাত্রি,
পাল তোলা নৌকো হয়ে হবো প্রেমের যাত্রি।
পৌঁছে যাবো তোমার বাড়ীর ওঠোন কৌনে ছায়ায়।
অপলক এ তাকিয়ে থেকে বলবে এ কোন মায়ায়?
জড়ালে গো বন্ধু…….
আমি তখন বলবো সখা চুপটি করে থাকো।
বুকের সাথে মিশিয়ে আমায় জরিয়ে ধরে রাখো।

আরো পড়ুনঃ  পটুয়াখালী জেলার মনজুর ইসলামের সেরা ২ টি কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *