প্রিয় বঙ্গবন্ধু কলমে রুদ্র চৌধুরী (টুটুল)

প্রিয় বঙ্গবন্ধু

রুদ্র চৌধুরী (টুটুল)

হে মুজিব,
কে বলেছে তুমি মৃত
কে বলেছে তুমি নাই?
আমি ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে,
তোমায় খুঁজে পাই।
তুমি দিয়েছ নতুন প্রান
করেছ মোদের মুক্তি,
তোমার উচ্চ ধ্বনিতে আজ ও
খুঁজে পাই শুভ শক্তি।
তুমি বিনে স্বাধীনতা
এ-তো কেবল শুধু এক শব্দ,
তোমায় পেয়ে বাংলার মাটি –
বাংলার জল, বাংলা পেয়েছে প্রান।
তুমি জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শত সুরে বাজে আজ বাংলার গান।
তুমি অতি মহীয়ান,
তুমি মোর গৌরব,
তোমার পায়ে লুটিয়ে পড়ুক,,
শত ফুলের সৌরভ।

 

কবি পরিচিতিঃ কবি রুদ্র চৌধুরী (টুটুল)। ২০০৪ সালে ২৫ শে ডিসেম্বর চট্টগ্রাম জেলার , চন্দনাইশ থানার সুচিয়া গ্রামে, এক ব্রাহ্মন পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম চন্দন চৌধুরী, তিনি পেশায় একজন ( পুরোহিত) মাতার নাম পিংকী চৌধুরী। কবি রুদ্র চৌধুরী {টুটুল} বর্তমানে বরমা ডিগ্রি কলেজ এ দ্বাদশ শ্রেণিতে অধ্যনয়নরত। তিনি ছোটবেলা থেকেই কবিতা ও সাহিত্য নিয়ে লেখা লেখি করেন, এবং উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। ছোট থেকেই, তিনি চিত্রাঙ্কন এবং বিভিন্ন গল্প,ক্ষুদে গল্প, কবিতা লিখে একাধিক পুরষ্কার ও সনদপত্র অর্জন করেন।তিনি গরীব দুঃখী মানুষের জন্য সেবা মূলক কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন সেবা মূলক সংগঠন এর সাথে জড়িত তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বাংলাদেশ স্কাউট ইত্যাদি।

আরো পড়ুনঃ  বদলে ফেলছ নিজেকে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *