প্রিয় মানুষের কাছে চিঠি

প্রিয় মানুষের কাছে চিঠি

প্রিয় মানুষের কাছে চিঠি

 

প্রিয় আমার,
কি বলে শুরু করবো ভেবে পাচ্ছিনা, শব্দেরা মিলিয়ে যাচ্ছে কলম হাতে নিতেই। আমি ইচ্ছে করেও তুমাকে ভুলে থাকার কথা ভাবতে পারিনা, কষ্ট হয় ভিষণ স্বার্থপর মনে হয় নিজেকে, এতো ভালোবেসেও কিভাবে সে ভালোবাসা ভুলে থাকা যায়…! তুমিতো বলেছিলে ভালোবাসা কখনো হারিয়ে যায়না মিশে থাকে অস্তিত্বে মিশে থাকে নিজের পুরো টা জুড়ে। তোমাকে হারানোর ভয় খুব করে যেন পিছু নিয়েছে। বলেছিলে কাছে না থাকলে কখনো কষ্ট হলে তুমাকে চিঠি লিখতে না বলা সব শব্দের প্রকাশ করতে তুমাকে। আজ তোমাকে না বলা প্রতিটা কথা লিখবো, সময় হলে পড়ে নিও। তুমি ছাড়া বেচে থাকার কোন মানে আমার জানা নেই, তুমাকে নিয়ে পথচলার স্বপ্ন দেখেছি বহু আগেই। মনে আছে কথা দিয়েছিলে ছেড়ে যাবেনা কোন দিন কোন কালেও আমায়…! তুমাকে ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি আমি, কোন কিছুতেই নিজেকে স্থির করতে পারছিনা। আমার দিনের শুরু থেকে শেষ অব্দি তুমি, আমার সব ভাবনা জুড়ে তোমার বসবাস। তুমি আমার জীবনে এমন এক আবেগ যার একটা চাহনি একটা হাসি আমার সমস্ত কষ্ট দূর করে দেয়, নতুন করে ভাবতে শেখায় ভালো থাকতে শেখায়। তোমাকে ভালোবেসে জেনেছি ভালো থাকার মানে। তুমার একটু উপস্তিতি আমার সব দুঃখ গুচিয়ে দেয়।তোমাকে লুকিয়ে দেখার সে যে কি আনন্দ তোমাকে বলে বুঝাতে পারবো না। তোমাকে ছাড়া আমার পুরো পৃথিবীটা এলো মেলো হয়ে থাকে, তুমি ছাড়া আমি এক অসহায় অস্তিত্বহীন মানুষ। তোমার সাথে কাটানো প্রতিটি মুহুর্ত গায়ে জড়িয়ে বেচে আছি এই আমি এখনো। তোমার সাথে থাকা এক একটা স্মৃতি আমার খুশির কারন আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি আর কিছু জানতে চাইনা বুঝতে চাইনা কিছুনা, শুধু তুমার সাথে বাচঁতে চাই, তুমাকে নিয়ে বাচঁতে চাই প্রিয়….!
যেখানে যেভাবে আছো অনেক ভালো থেকো।

আরো পড়ুনঃ  বউয়ের কাছে ভালোবাসার চিঠি ২০২৪

ইতি
তোমার অপ্রিয়

 

প্রিয়তমার কাছে চিঠি

 

প্রিয়তমার কাছে চিঠি | প্রিয় মানুষের কাছে চিঠি
প্রিয়তমার কাছে চিঠি | প্রিয় মানুষের কাছে চিঠি

প্রিয় আমার,

ভালো আছো নিশ্চয়…! ভালো থাকার জন্যই তো হাজার মাইল এর এই দূরত্ব। আমি ভালো নেই, কিভাবে ভালো থাকি বলো, তুমি ছাড়া আমার তো ভালো থাকার কথা ছিলনা কখনো! তবুও মন কে বেধে রেখেছি কঠিন এক বেড়াজালে, কোন ভাবেই মানতে চায়না তুমার এই দুরুত্ব! আজ ভিষণ অভিমান হচ্ছে, তোমার অনুপুস্থিতি, আমাকে বদলে দিচ্ছে অভিমানী করে তুলছে! তোমাকে একটু ছুঁয়ে দেখার আকুলতা পাগল করে দিচ্ছে আমাকে, একসাথে বসে চা খাওয়া হয়না কতদিন,
হাতে হাত রেখে হাটা হয়না, একসাথে রিক্সায় ঘুরা হয়া মেলা দিন! সময় গুলো বড্ড স্বার্থপর এইতো সেদিনও কাছে ছিলে আর আজ কতটা দূরে! মাঝে মাঝে মনে হয় জীবন টা উড়ো চিঠির মতোই, কখনো হিমেল হাওয়া, কখনো বা কালো মেঘে ছেঁয়ে যায়! হ্রদয় ক্ষত বিক্ষত করে দেয়, তুমি ছাড়া ভালো থাকা বুঝি হলো না আর আমার! তবুও তুমি ভালো থেকো, তুমার জন্য ভালোবাসা এক আকাশ।

ইতি
আমি

ভালোবাসার মানুষের কাছে চিঠি

 

 

ভালোবাসার মানুষের কাছে চিঠি | প্রিয় মানুষের কাছে চিঠি
ভালোবাসার মানুষের কাছে চিঠি | প্রিয় মানুষের কাছে চিঠি

প্রিয় তুমি,

অনেকদিন পর আজ তুমাকে লিখবো বলে বসেছি, কেন যেন শব্দেরা সব এলোমেলো হয়ে যাচ্ছে! হারিয়ে যাচ্ছে সব ভাষা। যদিও তুমাকে লিখার জন্য কোন শব্দের ব্যবহার প্রয়োজন নেই তুমি গেথে আছো আমার হ্রদয়ের গভীরে! প্রতিটি নিঃশ্বাসে তুমার বসবাস, কতো শত কথা মনে জমা আছে তুমাকে বলবো বলে, আচ্ছা তুমি কি আমার চোখের ভাষা বুঝতে পারো… আমি পারি, সেদিন চলে যাবার সময় যখন পিছন ফিরেও না বলে চলে গিয়েছিলে, আমি ঠিক বুঝে গিয়েছিলাম সে চোখ কি বলতে চেয়েও বলা হয়ে ওঠেনি! কতো দিন দেখিনা তুমায়, কতো রাত কতো প্রহর কেটে গিয়েছে! আচ্ছা অপেক্ষায় থাকা ভালোবাসা গুলো কি অনেক বেশি মধুর হয়…! তবে,দুঃখও তো কম নয়, কতো রাত কেটেছে মেঘাচ্ছন্ন আকাশে তোমাকে খোজে খোজে! ঠিক আর কতটা সময় পর শেষ হবে ওই অপেক্ষার প্রহর… ব্যস্ততা একটু ফুরোলে উত্তর দিও, অপেক্ষায় থাকবো চোখের ভাষা না হোক, তোমার লিখায়
মনের ভাষা বোঝে নেয়ার!

আরো পড়ুনঃ  ১০ টি মা দিবসের চিঠি | মায়ের কাছে চিঠি

ইতি
আমি

 

চিঠি লেখালেখি দীর্ঘ দিন ধরেই বন্ধ হয়ে গেছে৷ এখন আর চিঠি লেখার প্রয়োজন হয় না বললেই চলে। মানুষ আধুনিকতার ছোঁয়ায় যেন হারিয়ে ফেলছে এক নক্ষত্র অতীতকে। যাই হোক, শখের বসে কিংবা চিঠি দিবসে প্রিয় মানুষের কাছে চিঠি পাঠানোর মাধ্যমে বেঁচে থাকুক চিঠি নামের সেই চিরকুট-টি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *