প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার (৬ষ্ঠ আসর) বিজয়ীদের তালিকা

প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার (৬ষ্ঠ আসর) বিজয়ীদের তালিকা

১. সীমান্ত আকরাম – সংস্কৃতি ও নজরুল (প্রবন্ধ)
২. মোহাম্মদ অংকন – কঙ্কাল রহস্য (উপন্যাস)
৩. মাসুদ রানা আশিক – মেরুদণ্ড খুঁজে পাওয়া যায়নি (গল্প)
৪. আলোক আজম – নিঃসঙ্গ বোধিবৃক্ষ (কবিতা)
৫. নূর আলম গন্ধী – ইচ্ছেডানা দূর অজানা (ছড়া)

বিজয়ী পাঁচজনকে অভিনন্দন! অভিনন্দন টপ টুয়েন্টি, সুপার ফিফটি এবং বাছাইকৃত ১০০ তালিকায় থাকা লেখকদেরকেও! এছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগির প্রতি প্রিয় বাংলার সীমাহীন কৃতজ্ঞতা। এত এত লেখকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার জেতার আকাঙ্খা দেখে আমরা বিমোহিত, আনন্দিত, উল্লাসিত। প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার লেখকদের কাছে আকাঙ্খার বিষয়ে পরিণত হতে দেখে ভালো লাগছে। এটির জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা আমাদের আয়োজনকে সার্থক করে তুলেছে। প্রতিযোগিতাতে হারজিত থাকবেই। কোনো প্রতিযোগিতাতে সবাই জিতে না। সুতরাং যারা এবার বিজয়ী হতে পারেননি, তাদের মন খারাপের কিছু নেই। আগামিতে নিশ্চয়ই আরও অনেক অনেক সুযোগ অপেক্ষা করছে আপনাদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাহিত্যের শুভ্রতায় উদ্ভাসিত হোক এ বসুন্ধরা….

এস এম জসিম ভূঁইয়া
প্রকাশক, প্রিয় বাংলা

প্রিয় বাংলার সাথে যোগাযোগের নম্বর-
01781700578
01877030381
——————————————————–

বিজয়ী প্রত্যেক লেখক পাবেন-
১ বিনাখরচে বই প্রকাশের সুযোগ।
২. পাঁচহাজার টাকা লেখক সম্মানী।
৩. আনুষ্ঠানিক সম্মাননা এবং সনদ।
৪. লেখক কপি বাবদ বই।
৫. সর্বোচ্চ প্রচার-প্রসার।

পুরস্কারপ্রাপ্ত সবগুলো বই পাওয়া যাবে ২০২৩ বইমেলায় প্রিয় বাংলার স্টলে।

প্রিয় বাংলা প্রকাশন
৪৭ দক্ষিণ বেগুনবাড়ি, তেজগাঁও শি/এ, ঢাকা
মোবাইল : 01781700578, 01877030381
ই-মেইল : [email protected]
ওয়েবসাইট : priyobangla.net

আরো পড়ুনঃ  কেন ফুল হলাম না! কবি ফাহিয়া হক ইন্নী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *