প্রেমনামা

প্রেমনামা
নাঈম ইসলাম বাঙালি

প্রেম হয় অলিতে-গলিতে
প্রেম হয় যৌবনে,
প্রেম হয় জীবনে-মরণে
প্রেম হয় আমরণে।
প্রেম হয় ক্ষনে-ক্ষনে
প্রেম হয় প্রতিক্ষণ,
প্রেম হয় আশা-প্রত্যশায়
প্রেম হয় বিচক্ষণ।
প্রেম হয় আলো-আঁধারে
প্রেম হয় গোপনে,
প্রেম হয় ইশারা-ঈঙ্গিতে
প্রেম হয় আলাপনে।
প্রেম হয় জানা-অজানায়
প্রেম হয় বিছানায়,
প্রেম হয় মাঠে-ময়দানে
প্রেম হয় ভালোবাসায়।
প্রেম হয় পাওয়া না পাওয়ায়
প্রেম হয় ধরাতে,
প্রেম হয় খুঁজা আর খুঁজিতে
প্রেম হয় হারাতে।

আরো পড়ুনঃ  বুকে দিও ঠাঁই কলমে রাহমা জাকিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *