প্রেমিকরা অভিমানী
রিয়াজুল করিম সোহান
মানুষ বড় অভিমানী হয়
এইযে তোমার সাথে একটু কথা না হলে,
কেমন মন খারাপ লাগে
মন থেকে অভিমান হয়
মানুষ বড় অভিমানী।
যার কলের আশায় বসে থাকি,
কিন্তু সময়ের পর সময় যখন চলে যায়,
কিন্তু সেই কাঙ্ক্ষিত ফোন যখন পায় নাহ,
তখন মনটা নাহ, মন খারাপ এর দেশে চলে যায়
গিয়ে অযুত লক্ষ নিযুত অভিমান অভিযোগ করে বসে।
যখন একটা মেসেজ দিয়ে,
সেই মেসেজ এর রিপ্লাই আসার জন্য,
একটু পর পর ফোন দেখে,
তার প্রিয় মানুষটা কি রিপ্লাই দিলো।
কিন্তু একটা সময় ক্লান্তহীন চোখগুলোও নাহ,
অভিমান করে বসে।
মানুষ অভিমান করে।
একটা মানুষ যখন যখন বলে,
আমার নাহ কিছু ভালো লাগছে নাহ,
তারমানে সে তোমার কাছে সময় চাইছে,
তোমার কন্ঠ একটু শুনতে চাইছে,
এগুলো যখন না পায় অভিমান করে
কারণ, ভালোবাসার মানুষগুলো অভিমানী হয়।
যখন কোন কারণ ছাড়াই তোমার কপালে হাত ছুয়ে,
তোমার কপালের দাগটা দেখে বলে,
কেমনে পুড়লে গো?
এর মানে এই নয় সে তোমার দেহ চাইছে,
সে তোমার স্পর্শ অনুভব করতে চাইছে।
দিনের পর দিন এই অভিমানগুলো বাড়তে থাকে,
একসময় ভালোবাসাটা ফুরিয়ে যায়,
তখন নিজের মতো করে কাছে ডাকলেও আর কাছে আসা হয় নাহ
দীর্ঘ রজনীর একটা পথ দূরে থাকে।
সত্যি বলতে জানো কি?
মানুষ বড়ই অভিমানী প্রাণী
আর প্রেমিকরা একটু বেশিই অভিমানি….