ফিরবে কি! কলমে নুসরাহ বিনতে আলতাফ

ফিরবে কি ! কলমে নুসরাহ বিনতে আলতাফ

ফিরবে কি!
নুসরাহ বিনতে আলতাফ

আমি এক নিপীড়িত উম্মাহর সন্তান!
আমার হুররিয়াত আজ ভুলুন্ঠিত-
আমার খাবার জন্য পানি নেই।
মাথা গোঁজার ঠাঁই নেই!
নিজেকে আব্রু রাখার মত কোনো লিবাস ও নেই!
আমার আজাদী বহু আগেই নিলামে উঠেছে।
উমাইয়া খলিফাদের স্বৈরাচারী জীবন যাপনের মাশুল থেকে শুরু করে নিয়ে একুশ শতকের আরব রাজাদের গাদ্দারী।
আমার ছোট্ট কোমল মন কে বিষাক্ত করে তুলেছে।
আমার উখতি আফিয়া কে নিয়ে ওদের কোনো ভাবনা নেই!
নির্লজ্জ গায়রতহীনতা তাদের আকল কে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলেছে।
আমার ভাইয়েদের এহেন কাপুরুষতা
আমাকে ভীষণ লজ্জিত করেছে!
হায়!! যদি আমার বিদ্রোহী ভাই মুহাম্মাদ বিন কাসিম ফিরে আসতো!
আমার রক্তাক্ত অভিযোগ নামার জবাব পাঠাতো!
যেভাবে ১৪০০ বছর আগে নাহিদার ডাকে সাড়া দিয়েছিল!
আমি এখন ভীষণ ক্লান্ত-
এই রক্তাক্ত প্রান্তরে এক ফোঁটা আবে হায়াত নেই আমাকে সঞ্জিবনী দেওয়ার জন্য!
কাঁপা কাঁপা দুর্বল হাতে কোনোমতে কলমটা ধরে আমার স্বজাতির লজ্জাজনক ইতিহাস লিখে চলেছি আমি!
জানি না কতখন ধরে রাখতে পারবো!?
রক্তাক্ত দেহ টা ক্ষুধার জালায় আড়ষ্ট হয়ে আছে!
এক ফোঁটা পানির জন্য তৃষ্ণার্ত চাতকের ন্যায় চারিদিকে দৃষ্টি হাতড়াচ্ছি!
আহ!দুর্ভাগ্য!এ জাতির মেয়েরা বন্ধ্যাত্ব টা আর কাটাতে পারল না!
দেহে শক্তি না থাকলেও-
আমার হৃদয়ের পুড়ে যাওয়া বসত ভিটায় এক ছোট্ট প্রজাপতি ডানা ঝাপটায়!
তার দৃষ্টি দূরের সিন্ধু নদের অববাহিকায়- হয়তো—
আরবীয় ঘোড়া নিয়ে ফিরে আসবে পথ ভুলে যাওয়া সেই পথিক!
এই আশা টুকু তাকে ধুঁকে ধুঁকে ধুকে বাঁচিয়ে রেখেছে।
কিন্তু কবে হবে শেষ এই ইন্তেজার!
আদৌ কি পথিক পথ চিনে ফিরতে পারবে?

আরো পড়ুনঃ  ফিলিস্তিন কলমে এস এম নওশের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *