বইয়ের পাতা
উম্মি হুরায়েরা বিলু
একটা সময় বইয়ের পাতায়
ছিল লেখা পড়া,
খোকা খুকির স্বপ্ন ছিল
আদর্শ দেশ গড়া।
বইয়ের পাতার জ্ঞানের আলো
আজ গিয়েছে নিভে,
সমাজটা আজ কলুষিত
দায় ভার কে নিবে।
খোকা খুকি বইয়ের পাতায়
পাচ্ছে না আর জ্ঞান,
এমন পড়া লেখা দেখে
হচ্ছি যে অজ্ঞান।
বইয়ের পাতায় জ্ঞানের আলো
জ্বলুক ফের আবার,
এই সমাজে জ্ঞানী গুনির
রয়েছে দরকার।