বউকে নিয়ে কবিতা | বউয়ের সমীপে কলমে মোহাম্মদ শিমুল ঢালী

বউয়ের সমীপে
মোহাম্মদ শিমুল ঢালী

কাল-বোশেখী ঝড়ে,
নদীর কুলে’র কাশবনেরা
যেমন নুইয়ে পড়ে-
তোমার অভাবে আমি অসহায় তেমন।

দিবস-রাতি ভোরে,
ঢেউ গুলো সব ফোপাঁয় যেমন
উত্তাল সমুদ্দুরে-
তোমার বিরহে আমিও ফোপাঁই তেমন।

আকাশ কালো করে,
মেঘগুলো সব কাঁদে যেমন
অবিরাম অঝোরে –
তোমায় হারিয়ে আমিও কাঁদি তেমন।

আঁধার রাতের পরে,
পূর্ব হতে সুর্য যেমন
হেঁসে ওঠে ঝরঝরে –
তোমায় পেলে আমিও হাসবো তেমন।

অভিমান’টা ঝেড়ে,
সকল ভুলে ফিরে এসো বউ
তোমার ছোট্ট ঘরে-
রাগবো না আর যা হোক যেমন-তেমন।

আরো পড়ুনঃ  কবি মুহাম্মাদ আবদুল হাই এর সেরা ২টি কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *