
বছরের শেষ জুম্মা
~ নাজমুন নাহার খান
শেষ জুম্মার দুপুর বেলায়,
মনটা যেন কেঁদে যায়।
আরো একটি বছর গেলো,
জীবনের পাতায় ধুলো মেলো।
আযানের সুরে ডাক আসে,
ফিরে এসো আমার পাশে।
গাফেল হৃদয় আজও জাগে না,
এই সুযোগ আর ফিরবে না।
রুকু-সিজদায় শান্তি খুঁজি,
তাওবার নীড়ে বুক ভেজাই।
শেষ জুম্মায় কান্না ঝরে,
রবের প্রেমে প্রাণটা ভরে।
হে আল্লাহ! এই শেষ জুম্মায়,
আমার গুনাহ মাফ করে দাও।
ভাঙা অন্তর জোড়া লাগাও,
জান্নাতের পথে চলো নিয়ে যাও।




