বন্ধু ও বন্ধুত্ব কলমে ইসরাত জাহান নাদিয়া

বন্ধু ও বন্ধুত্ব
ইসরাত জাহান নাদিয়া

ছোটবেলার বন্ধুদের ছিলো না অভাব ,
দু’ একটি আছে কি নাহি তার হিসাব।
একসময় কথা হত বন্ধুদের সাথে কত শত ,
সবই এখন আমার কাছে গত।

বন্ধুদের থাকার দরকার ছিলো দু:সময়ে,
তারা আসে দেখতে আমায় তাদের সু -সময়ে।
যেসব বন্ধুরা বলতো আমি ছাড়া অচল ,
দিব্যি দেখি ভালো আছে তারা এখন সচল।

চিরকাল দু’ দেহ এক আত্মা হয়ে থাকার আশ্বাস,
ভেঙ্গে দিয়ে গেল বন্ধু আমার সকল বিশ্বাস।
সেসব বন্ধু তো ঠিকই নিচ্ছে স্বস্তির নিঃশ্বাস,
আমার হয় কষ্ট তাই কেবল ফেলি দীর্ঘশ্বাস।

বন্ধুত্ব যদি হয়ে যায় একতরফা ,
এসব বন্ধুত্ব করার দরকার রফা – দফা।
বন্ধু বলেছিলো আমায় ছাড়া তার জীবন আঁধার ,
এখন দেখি আমায় নাহি তার দরকার।

বন্ধুত্বের এই নিষ্ঠুর বেড়াজাল,
কাটাতে হবে সকল মায়াজাল।
বন্ধুত্বের এই নিঠুরিয়া বানী,
দেখলে আসে আমার চোখের পানি।

বন্ধুত্ব নিয়ে দেখা আমার সুস্বপ্ন,
রুপ নিচ্ছে দিনে দিনে দু:- স্বপ্ন ।
আমি পেয়েছি বন্ধু নামক এমনই দোস্ত,
আমার দু:সময়ে থাকে অনেক ব্যস্ত।

ভেবেছিলাম বন্ধু,
দু:-সময়ের সিন্ধু।
বন্ধুত্ব,
একজনের কিছু হলে আরেকজন হব আমি পর
আমি বারংবার দিয়েছিলাম বন্ধুত্বের মর্ম,
তারা থাকলো কি না থাকলো বাদ দিব কেন কর্ম।।
বন্ধুত্বের দিতে গিয়ে অতিরিক্ত সম্মান,
মূল্য দিলো না কেউ তাই নিজেই নিলাম প্রস্থান।

আমি যে ভালেবাসাটাকে ভেবেছিলাম বন্ধুত্ব,
দিনে দিনে বাড়ছিলো তার গাঢ়ত্ব,
আমি ত্যাগ করলাম সব মায়াজালের মনষ্যত্ব,
সবশেষে বন্ধু নামকে নামকরণ করলাম দূরত্ব।

আরো পড়ুনঃ  প্রেমিকরা অভিমানী কবিতা | প্রেমিকরা অভিমানী কলমে রিয়াজুল করিম সোহান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *