বন্ধু কলমে মোঃ রহমান উদ্দিন

বন্ধু
মোঃ রহমান উদ্দিন

বন্ধু মানে রাতের আকাশের
উজ্জল একাধিক তারা,
বন্ধু মানে সুখ -দুঃখের
অংশ পুরো জোড়া।

বন্ধু মানে দুঃখের মাঝেও
সোনালী ফসলের হাসি,
বন্ধু মানে বলতে না পারা
আমি তোমাকে ভালবাসি ।

বন্ধু মানে একসাথে বসে
হাসি -ঠাট্রা -তামাশা,
বন্ধু মানে পৌষে ঝীঙে
ফুলের মত বাগান ঠাসা।

বন্ধু মানে সব সময়ের জন্য
বাড়ানো একটি হাত,
বন্ধু মানে হাজার কিছুতেও
যাবে না কোন যাত।

বন্ধু মানে জ্যোৎস্না রাতের
ঝিঁঝিঁর মিটমিট আলো,
বন্ধু মানে সব মহলে
সুখের প্রদীপ জ্বালো।

আরো পড়ুনঃ  জীবন্ত লাশ কলমে মোঃ ইমরান হোসাইন

1 thought on “বন্ধু কলমে মোঃ রহমান উদ্দিন”

  1. Pingback: কবি সুকুমার রায় সাহিত্য পুরস্কার - ২০২৩, ১ম পর্ব » Chirkute Sahitto

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *