বন্ধু কলমে রোকসানা ইসলাম

বন্ধু
রোকসানা ইসলাম



বন্ধু শব্দটা ছোট্ট হলেও
মহত্মটা ভারী
ঝগড়া-ঝাটি মারামারি
এখনই ভাব আড়ি।

নীল আকাশের সাদা মেঘ
বন্ধুত্বের বন্ধন
পাশাপাশি থাকে তারা
দুগ্ধ আর চন্দন।

বন্ধু আসে,বন্ধু যায়
সময় ঘড়ি বয়ে
ডজন খানেক বন্ধু হলেও
স্মৃতিতে যায় রয়ে।

হাঁটতে গিয়ে পিছলে গেলে
বন্ধুরা হেসে দেয়
সবার আগে হাত বাড়িয়ে
বন্ধুরায় আকড়ে নেয়।

মনটা যখন পুড়ে অনলে
বন্ধুরা তখন পানি হয়
আনন্দ আর ফুর্তি করে
মন ভালোর কারণ হয়।

বন্ধু নামক প্রাণীরা ঢাল হয়
বিপদে-আপদে পাশে রয়
জীবনের স্বর্ণযুগ কাটে ওদের সাথে
তাইতো আত্মার বন্ধন বন্ধুত্বকে বলে।



আরে পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  ভালোবাসা যায় না কলমে চন্দক বড়ুয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *