বন্ধু রূপী শত্রু
উম্মি হুরায়েরা বিলু
বন্ধু রাষ্ট্র কেমন তোরা
খুলে দিলি বাঁধ,
পানি দিয়ে গড়লি তোরা
মানুষ মারার ফাঁদ।
তোর দেশের পানিতে আজ
আমার দেশটা ভাসে,
তাই দেখিয়া বন্ধু রূপী
শত্রুরা আজ হাসে।
ভাই মরেছে মাটি দেওয়ার
জায়গাটুক ও নাই,
তলিয়ে গেছে ঘর বাড়ি সব
কোথায় পাবে ঠাঁই।
গরু ছাগল হাঁস মুরগী
তা ও যাচ্ছে ডুবে,
চাই না আমরা এমন বন্ধু
আওয়াজ তোলো সবে।