বন্যা
আফছানা খানম অথৈ
বুকের উপর পানির জোয়ার
ভাসছে বানভাসি।
প্রতিবছর এমন দিনে
আসে বন্যার জোয়ার।
হাজার লক্ষ প্রাণ কেড়ে নেয়
বন্যা নামক জোয়ার।
বাঁচার জন্য চেষ্টা করে
মানুষ নামক প্রাণী।
সাতার কাটে জলের বুকে
অশ্রু রাশি রাশি।
জীবন যুদ্ধে লড়াই করে
পায়না কুলের দিশা।
স্রোতের জলে ভেসে চলে
জীবন নামক চাকা।
কলা গাছের ভেলার মতো
ভাসছে লাশের ভেলা।
আকাশ বাতাস ভারী হচ্ছে
পঁচা লাশের গন্ধে।
স্বজনহারা মানুষেরা ফেলছে
চোখের জল।
কেমন করে ভুলবে তারা
আপন জনের টান।