
বরকতময় রজনী
ইশরাত বিনতে ছালেহ
হাজার মাসের সেরা লাইলাতুল কদর„
রবের কাছে প্রার্থনা কর অন্তরে রেখে সবর!
রবের কাছে চাও তুমি সালাতে ও সবরে„
ভাগ্য নির্ধারিত হবে লাইলাতুল কদরে!
লাভ করতে মহান রবের সাথ„
দশকের রজনীতে খুঁজো কদরের রাত!
বর্ষিত হবে রহমের বারিধারা„
যদি ঝরাও মলিন চোখের অশ্রুধারা!
ইতেকাফ কর তুমি মালিকের ঘরে„
কদরের রাতে রব পাপ ক্ষমা করে!
রবের তরে তুমি নিজেকে দাও সপে„
মালিকের কাছ থেকে নাও ক্ষমা লুপে!
এই মাস মালিকের রহমের ক্ষণ„
প্রার্থনা কর সবে আছো যত জন!
ধৈর্য ধরার মাঝে পাবে বরকত„
নাজাতের মাসে তুমি লুফে নাও রহমত”
ইবাদতে সর্বদা সক্রিয় রও„
রমাদানে মালিকের কাছাকাছি হও!
রহমের বারিধারায় গ্লানি হোক দূর„
হৃদয়ে প্রজ্জ্বলিত হোক তওবার নূর!