প্রকৃতির নিমন্ত্রণ
নূরুল আলম
আজ সূর্য গেল লুকিয়ে
ভালো নেই আকাশের মন
সুবাদে প্রকৃতি ধরায়
যেন দিলো নিমন্ত্রণ,
আসলো তেড়ে তাই
মেঘমালার আত্মীয় স্বজন।
বিজলী গর্জন তর্জন
বৃষ্টির ভারী বর্ষণ।
শুকিয়ে থাকা গাছগাছালি
সেরে নিল স্নান।
এদিক সেদিক ছুটা ছুটি
পাখপাখালির কোলাহল
তৈরি করা নীড়ে ফেরা,
খুঁজছে নানান কৌশল।
মাঠ ঘাট রাস্তায়
ছোট পানির ফোয়ারা
ব্যাঙাচিদের লাফালাফি
খুশিমনে আত্মহারা।