
বাংলা কনটেন্ট দিয়ে ইনকাম
বাংলা কনটেন্ট কি?
বাংলায় ভাষায় যে কনটেন্ট তৈরি করা হয় সেটি হচ্ছে বাংলা কনটেন্ট। বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষা-ভাষী মানুষের জন্য বাংলা কনটেন্ট তৈরি করেছে বাংলা ভাষা ভাষী মানুষেরা।
বাংলা কনটেন্ট এর চাহিদা
বাংলা কনটেন্টের চাহিদা প্রচুর রয়েছে। কারণ, একটি ভাষা ১০ হাজার কিংবা ১৫ হাজার মানুষ কথা বলে না। বিশ্বে প্রায় ৫০ থেকে ১০০ কোটি মানুষ বাংলায় কথা বলে। তাহলে ভাবুন চাহিদা কেমন হবে।
আপনার কনটেন্টের অগ্রাধিকার ভিত্তিতে আপনি ভিজিট পাবেন। এক্ষেত্রে আপনার কনটেন্ট এর নিশ বা বিষয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলা কনটেন্ট থেকে হাজার হাজার ভিজিটর জেনারেট করা যায়।
বিশ্বে যেকোন বিখ্যাত কিংবা পরিচিত মানুষের জীবনী পড়ুন। Human Search প্লাটফর্মে। |
বাংলা কনটেন্ট থেকে ইনকাম
বাংলা কনটেন্ট থেকে ইনকাম ততটা সহজ আবার সহজ না। বাংলা কনটেন্ট নিয়ে কাজ করতে চাইলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, যা সব ক্ষেত্রেই সমান
ইনকাম মূলত কনটেন্ট থেকে হয় না। ইনকাম হয় আপনার কনটেন্টের দর্শক থেকে। এর কারণ হচ্ছে বিজ্ঞাপন সিস্টেম। যার ফলে উদ্দোক্তা গণ তাদের পণ্যর জন্য কিংবা কোন কিছু প্রচারের জন্য তার বিজ্ঞাপন দেন। বাংলা কনটেন্টে বাংলা বিজ্ঞাপন দেখানো হয়।
বাংলাদেশ কিংবা ভারতে অথবা বাংলা ভাষা ভাষী মানুষেরা বিজ্ঞাপনে মাধ্যমে খরচ করে খুব সল্প পরিমাণে। যার ফলে ইনকাম ও খুব কম।
বাংলা কনটেন্টে ইনকাম কম না বেশি
বাংলা কনটেন্ট লেখে আজকে অনেক মানুষ সাবলম্বী। এর মানে হচ্ছে, বাংলা কনটেন্টের মাধ্যমে ও ইনকাম হয় এবং কিছু কিছু ক্রিয়েটর এর উপর নির্ভরশীল। সুতারাং আপনিও আস্থা রাখুন। আপনিও সফল হবেন, আপনারও ইনকাম হবে।
যারা একেবারে নতুন তাদের জন্য বিষয়টি খুব কষ্ট কর। তবে নিয়মিত বাংলা কনটেন্ট নিয়ে কাজ করলে গল্পে শোনা সোনার হাঁস ও তার ডিমের মতো সফলতা পাওয়া সম্ভব। কিন্তু লোভ ভালো না, একদিনে বড় হওয়ার স্বপ্ন দেখা বাদ দিন।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- চিরকুটে সাহিত্য শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি মূলক প্লাটফর্মে