বাঙ্গালী আজ রাজাকার
সুজনা খাতুন
তুমি কে? আমি কে?
রাজাকার রাজাকার!
কে বলেছে?কে বলেছে?
স্বৈরাচার স্বৈরাচার।
এই স্লোগানে ভাসছে দেশ
হায়রে সোনার বাংলাদেশ!
কারো যখন আসে পতন,
পদে পদে ভুল করে তখন।
আমার দেশ,আমার মাটি
আমার গলায় ঝুলছে ফাঁসি।
আমার দেশের দামাল ছেলে,
মরছে আজ বীরের বেশে।
রক্ত কেন ঝরছে রাজপথে?
পুলিশ কেন গুলি করে মারছে?
আমার সোনার বাংলাদেশ
সন্ত্রাসীরা করছে শেষ!
স্বৈরাচারের মুখের বাণী
বিশ্ববাসী সবাই জানে।
বাঙ্গালী আজ হলো রাজাকার,
বুকের ভিতর কী হাহাকার?
মানি না এই অবিচার ,
মোরা চাই সুষ্ঠু বিচার!