বাবু-সাব কলমে নাঈম ইসলাম বাঙালি

বাবু-সাব
নাঈম ইসলাম বাঙালি

আমাদের বাবু-সাব
চোখ থাকতে অন্ধ,
যেখানেই সেখানেই
পায় টাকার গন্ধ।

ভালো মন্দ বুঝে না
আছে তার শক্তি,
ক্ষমতার পিছে পিছে
সবে করে ভক্তি।

বাবু-সাব মাথা মোটা
শুধু চায় টাকা,
কলম খাতার হিসাবে
সবি তার ফাঁকা।

 

আরো পড়ুনঃ নাঈম ইসলাম বাঙালি’র সংক্ষিপ্ত পরিচিতি ও জীবনী

আরো পড়ুনঃ  ভবঘুরে কলমে আমির হাসান সাফাত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *