বাসন্তী কলমে নুসরাহ বিনতে আলতাফ

বাসন্তী কলমে নুসরাহ বিনতে আলতাফ

বাসন্তী
নুসরাহ বিনতে আলতাফ

ফাগুন মাঝি নাও বেয়ে যায়!
ভৈরব নদীর বাঁকে-
কৃষ্ণচূড়ার আগুন রূপে-
প্রাণ জেগেছে শঙ্খচিলের ঝাঁকে।
বেতস বনে ডাহুকছানা চুপটি বসে আছে!
বটের ফলের খেলনা নিয়ে-
ঝগড়া হলো বোনের সাথে!
এই কিছুক্ষণ আগে-
দূরের পড়শি নীল আসমান অবাক চেয়ে ভাবে-
জমিন মেয়ের হল কি আজ?
সেজেছে কেন এত্ত কারুকাজে!
কাশের বনে ঢেউ খেলে যায় শুভ্রপরীর দল!
নতুন ঋতুর আগমনে খুব তারা চঞ্চল!
শিমুল তলায় বুনো মেয়ে বেতের ঝাঁপি হাতে-
মুঠো মুঠো ভরছে যে ফুল!
ফিরতে হবে ঘরে তাকে সন্ধ্যে  নামার আগে-
খানিক দূরে নদীর জলে,
পানকৌড়ি জুটি!
জল কেলিতে মগ্ন ভীষণ!
কেমন উচ্ছলিত দুটি।
সূর্যাস্তের ক্লান্ত ক্ষণে-
কাঠশালিকের ঝাঁক!
আদুরে ডানায় ফিরছে নীড়ে-
পিছনে ফেলে ভৈরব নদীর বাঁক!
ভৈরব নদীর বাঁক পেরিয়ে-
খানিকটা দূর গিয়ে।
ছন্নছাড়া এক যে কবি ডায়েরি কলম নিয়ে।
উদাস চোখে লিখছে ছড়া ভাবছে আনমনে।
বসন্তের এই মাতাল রূপ-
তাকে বড্ড কাছে টানে।

আরো পড়ুনঃ  আজব পৃথিবী কলমে মোসাঃ ইতি খাতুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *