বিকেলের রোদ কলমে হাসনা জাহান মায়া

  • বিকেলের রোদ
    হাসনা জাহান মায়া

দুপুর বেলাতে বসে,
বিকেলের রোদ গুলো খুব মনে পড়ে,
কেমন পাতায় পাতায় খেলা করে,
নিঃশব্দ হরিণীর মত ছুটে চলে!

বেলা করে রোদ উঠে, তারপর — বেলাতে গড়ায়,
পাতায়, ফুলে আর গাছের শাখায়
বুনে ওম;
পাখিদের পাখার পালকে জেগে থাকা সারাটা বিকেল,
তারপর — রাত নেমে এলে ঘুম;

চড়াই – উৎড়াই পেরিয়ে — নদীর সাথে সাথে চলে
ঢেউ গুলো ডিঙিয়ে–
সবুজ ঘাস, প্রজাপতির পাখা ,ফড়িং এর চোখ,
সমস্ত ভিজিয়ে—

রাত নেমে এলেই যায় স্মৃতি হয়ে—
চোখের পাতায় নদী মেখে যায়, বয়ে বয়ে –

আরো পড়ুনঃ  ভূগর্ভে নির্মিত গুপ্ত ঘর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *