বিদায় ক্ষণে কলমে টিটু দাশ

বিদায় ক্ষণে
টিটু দাশ

হে প্রাণের শিক্ষক,

আজি জ্ঞান লয়ে, হৃদয় ক্ষয়ে,
যাচ্ছি চলে বিদায় নিয়ে।
হে প্রাণের শিক্ষক,
এই জ্ঞান যাতে, পারি জ্বালাতে,
দেশের তরে, দশের তরে,
এই ধরনীতে।।

হে আলোকবর্তিকা,

একটি জ্বলন্ত মোমবাতি যেমন একটি অন্ধকার ঘরকে আলোকিত করে তদ্রুপ আপনি আপনার মহান জ্ঞান দান করে আমাদের জ্ঞানান্বিত করেছেন তার জন্য এই বিদায় ক্ষণে গ্রহন করুন আমাদের পরম শ্রদ্ধা।

হে কর্মনিষ্ঠ শিক্ষাগুরু,

এক একটি সুঁই-সুতোর ফোঁড় দিয়ে যেমন আমাদের গ্রামীণ মেয়েরা সুন্দর কারুকার্যে সুনিপুণ ভাবে ধৈর্যের সাথে বহু পরিশ্রমের ফল হিসাবে এক একটি নকশি কাঁথা তৈরি করেন ঠিক তেমনি আপনি আপনার সুনিপুণ পাঠদান দিয়ে আমাদের অনেক ধৈর্যের সাথে সুনিপুণ ভাবে গড়ে তুলেছেন। তার জন্য আমরা আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

হে জ্ঞানপূজারি পরম শিক্ষক,

আপনি সব সময় এই কথাই বলতেন প্রমথ চৌধুরীর ভাষায় সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।তাই তো আপনি বলেছেন বইয়ে জ্ঞান লুকানো আছে আর সেই বই পড়েই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে।আপনি এইও বলেছেন প্রত্যেককে এক একটি লাইব্রেরি গড়ে তুলতে।আজ এই বিদায় মুহূর্তে আপনার জন্য রেখে গেলাম একরাশ ভালোবাসা।

হে পরম অভিভাবক,

হে মহান শিক্ষক আপনার স্নেহাশিস ভালোবাসায় আমরা মুগ্ধ।আপনি যেন আমাদের জন্য শ্রেষ্ঠ অভিভাবক কেননা আপনার পথচালনা ছিল আমাদের জন্য কল্যানকর। আপনার স্নেহময় আদেশে আমরা ছিলাম সদা আগুয়ান।

 

নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য

আরো পড়ুনঃ  তোমার পাগল প্রেমিকা কলমে নারগিস খাতুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *